মহিলাদের পারফেক্ট ফিগারকে বলে আওয়ারগ্লাস। বলিউডের কোনও অভিনেত্রীর এমন পারফেক্ট ফিগার আছে কিনা সন্দেহ। সকলেই প্রোপোরশনেট চেহারা ধরে রাখেন ঠিকই তবে মালাইকা আরোরার মত এমন ন্যাচারাল কার্ভস আর পাঁচজন অভিনেত্রীর নেই। বয়স যত বাড়ছে ততই নিজের হটনেসে মুগ্ধ করছেন ভক্তদের। মেন স্ট্রিম অভিনেত্রীদের তালিকায় তিনি পড়েন না। আইটেম গার্ল, টিভি প্যার্সোন্যালিটি হিসেবেই তাঁকে চেনে সকলে।
অভিনেত্রী না হয়েও এই জনপ্রিয়তা আজও কীকরে ধরে রেখেছেন তিনি। রহস্য কী এর পিছনে।
28
খান পরিবারের প্রাক্তন বউমা, নাকি অর্জুন কাপুরের প্রেমিকা। এর মধ্যে কোনটাই অবশ্য নয়।
38
মালাইকা খান পরিবারের পুত্রবধূ হওয়ার আগে থেকেই জনপ্রিয় ছিলেন। কারণ হল তাঁর শরীরী আবেদন। ৩৬-২৪-৩৬, নারীদের আদর্শ চেহারার উদাহরণ হল এই মাপ।
48
এমন চেহারাই নাকি পুরুষদের পাগল করে দেয় বলেই জানায় গুগলও। জিমলুক ভাইরাল হওয়ার পিছনে তিনি মূলত দায়ী। সম্প্রতি তাঁকে যোগা ক্লাসের সামনে দেখা গেল বান্দ্রায়।
58
গোলাপি রঙের স্পোর্টস ব্রা এবং গোলাপি রঙের ট্র্যাকপ্যান্ট পরে মালাইকা। টাইট পোশাকের প্রতিটি অংশে থেকে বেরিয়ে আসছে উষ্ণতা।
68
এই শরীরী আবেদনে আট থেকে আশির ঘাম ঝড়ান তিনি। একের পর এক হট জিমের পোশাকে দেখা যায় তাঁকে যোগা ক্লাসের সামনে।
78
তবে এই পোশাক ও সাজগোজের জন্য বহুবার কুমন্তব্যের শিকার হতে হয় তাঁকে। মালাইকাকে স্লাটশেম করতেও পিছপা হয় না নিন্দুকরা।
88
এমন পোশাক পরা কেন, এক ছেলের মা হয়ে এই পোশাক পরা মানায় না, বয়স তো অনেক হল, আর কত। এই ধরণের নানা মন্তব্য ছুটে আসে তাঁর দিকে। যদিও সেসবের তোয়াক্কা না করেই নিজের হটনেস মেলে ধরেন তিনি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।