কোয়ারেন্টাইন কাটিয়ে প্রথমবার জনসমক্ষে ধরা কোভিডমুক্ত মালাইকার, রাখলেন হটনেসের ছোঁয়া

Published : Sep 27, 2020, 11:38 PM ISTUpdated : Sep 28, 2020, 05:31 AM IST

অর্জুন কাপুরের পর কোভিডে আক্রান্ত হয়েছিলেন তাঁর প্রেমিকা মালাইকা আরোরা। অর্জুন কাপুর নিজের সোশ্যাল মিডিয়া নিজের কোভিডে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনার কয়েক ঘন্টার মধ্যেই মালাইকাও পজিটিভ হয়েছিলেন কোভিডে। তবে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট তিনি করেননি সেই সময়। ডাক্তারের উপদেশ অনুযায়ী হোম আইসোলেশনেই ছিলেন তাঁরা। মালাইকার ছেলে আরহান খানকে ছড়িয়েছিল উদ্বেগ। জানা যাচ্ছে তারও পরীক্ষা করানো হয়। তবে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

PREV
18
কোয়ারেন্টাইন কাটিয়ে প্রথমবার জনসমক্ষে ধরা কোভিডমুক্ত মালাইকার, রাখলেন হটনেসের ছোঁয়া

এবার কোভিড নেগেটিভ হওয়ার পর প্রথম বাড়ি থেকে বেরলেন মালাইকা। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। 

28

কোভিড মুক্ত হওয়ার পর কয়েক সপ্তাহ তিনি বাড়িতেই ছিলেন। কারও সঙ্গে দেখাও করেননি। 

38

কোভিড নেগেটিভ হওয়ার পরই বাড়ি থেকে বাইরে পা রাখলেন তিনি। লেপর্ড প্রিন্ট পোশাকে দেখা গেল তাঁকে। 

48

আগের মতই মালাইকা এখনও একই রকম হটনেস নিয়ে জনসমক্ষে এলেন। পাপারাৎজির ভিড়ে প্রকাশ্যে এসেছে তাঁর ছবি। 

58

মালাইকার কোভিড পজিটিভের খবরে শোরগোল পড়েছিল বিনোদন মহলে। সেই সময় করিনাকে নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল ভক্তদের মনে। মম টু বি করিনা কাপুর খানই ছিলেন সকলের চিন্তার কারণ। 

68

কোভিড পজিটিভ হওয়ার প্রায় দিন সাতেক আগে মালাইকার সঙ্গে পার্টি করেছিলেন করিনা। সেখানে উপস্থিত ছিলেন আম্রুতা আরোরাও।

78

বহুদিন পর হোম আইসোলেশন ভেঙে সেই দিন দেখা করেছিলেন করিনা, আম্রুতা, মালাইকা সহ আরও দু'জন। 

88

সেই ছবি করিনা নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেন। সেইদিন রীতিমত পার্টি করেন এই গার্ল স্কোয়াড। 

click me!

Recommended Stories