গরমকে স্বাগত, জলে ভেজা শরীরে উষ্ণতার পারদ চরিয়ে ভাইরাল হট মালাইকা

Published : Mar 21, 2021, 08:47 PM ISTUpdated : Mar 22, 2021, 11:23 AM IST

ঋতু পরিবর্তনের মাঝে হট মালাইকা। শীতের দিন শেষ, এবার গরমের পালা। পাল্টাবে পোশাক, পাল্টাবে লুক, আর তারই প্রস্তুতিতে গরম জামা বা সোয়েটার বর্তমানে আবারও আলমারিতে উঠে গিয়েছে। আর তার বদলে আবারও খোলামেলা পোশাকের বাহার ফিরে এসেছে ফ্যাশন দুনিয়ায়। 

PREV
112
গরমকে স্বাগত, জলে ভেজা শরীরে উষ্ণতার পারদ চরিয়ে ভাইরাল হট মালাইকা

ফ্যাশন দুনিয়ায় মালাইকা আরোরা এমন এক নাম, যার স্টাইল স্টেটমেন্টে ঝড় ওঠে ভক্তমহলে। 

212

শীতের পোশাক হোক বা গরমের মরসুমে খোলামেলা হট লুক, মালাইকা মানেই এক ভিন্ন স্বাদের স্টাইল।

312

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায় এই চেনা পোশাকের লুক। পাল্টে যায় স্টাইল। 

412

আর সেই হট স্টানিং লুকেই এবার গরমকে স্বাগত জানালেন মালাইকা আরোরা। সাহসী লুকে আবারও ধরা দিলেন বলিউডের ডিভা। 

512

কখনও উন্মুক্ত ক্লিভেজ, কখনও আবার স্যুইমিং স্যুটে হট পোজ। মালাইকা মানেই এক টান টান উত্তেজনা। 

612

মডেলিং-এ যার জুরি মেলা ভার সেই স্টারই ৪৫-এর কোটা পেরিয়ে আজও হট লুকে ভাইরাল। 

712

মালাইকার কাছে বয়স যেন কেবলই একটি সংখ্যা। নিটোল শরীর থেকে ঝড় যেন আগুন। আর সেই রূপেই তাক লাগাচ্ছেন মালাইকা। 

812


সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে তার। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকেন তিনি।

912

আর এই ফিগার ধরে রাখতেই নিজেকে আমুল বদলে ফেলেছিলেন মালাইকা। একটা সময়ের পর কড়া ডায়েটে নিজেকে আটকে রেখেছিলেন অভিনেত্রী। 

1012

শরীরচর্চার দিকে দিয়েছিলেন কড়া নজর। প্রতিদিন জিমে গিয়ে শরীরচর্চা করে থাকেন তিনি। তার ছবিও ধরা পড়ে নেট দুনিয়ায়। 

1112

বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে লিভ ইনের সম্পর্কেই রয়েছেন মালাইকা। যদিও বিয়ে নিয়ে মুখ খোলেননি তিনি। 

1212

মডেলিং থেকে রিয়ালিটি শো, হাতে বেশি কিছু কাজ নিয়ে ব্যস্ততা তুঙ্গে এখন মালাইকার। 

click me!

Recommended Stories