Published : Mar 21, 2021, 08:47 PM ISTUpdated : Mar 22, 2021, 11:23 AM IST
ঋতু পরিবর্তনের মাঝে হট মালাইকা। শীতের দিন শেষ, এবার গরমের পালা। পাল্টাবে পোশাক, পাল্টাবে লুক, আর তারই প্রস্তুতিতে গরম জামা বা সোয়েটার বর্তমানে আবারও আলমারিতে উঠে গিয়েছে। আর তার বদলে আবারও খোলামেলা পোশাকের বাহার ফিরে এসেছে ফ্যাশন দুনিয়ায়।