স্ত্রী থাকা সত্ত্বেও উদ্দাম সঙ্গমে মত্ত, অতিরিক্ত কামের নেশায় কী পরিণতি হয়েছিল বি-টাউনের সেলেবদের

নিজেদের ব্যক্তিগত সম্পর্ক, পরিবার সব প্রায় ভুলে গিয়েই পরকীয়ায় মেতে উঠেছেন বি-টাউনের একাংশ। অভিনয় জীবন, ব্যক্তিগত সম্পর্ক,  সমস্ত কিছুর মধ্যেই তাদের বির্তক যেন নানা ভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। এই বিতর্কে বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরাই শিরোনামে উঠে এসেছিলেন। বি-টাউনে  প্রথম সারির অনেক তারকারাই আছেন যারা বউ থাকা সত্ত্বেও পরকীয়ায় জড়িয়েছিলেন। অভিনয়ের জগতে আসার কিছুদিনের মধ্যে  অনেকেই জড়িয়ে পড়েছিলেন এই রঙিন জগতে। একাধিক পরকীয়ার জড়িয়ে ব্যক্তিগত জীবনে  বিচ্ছেদও হয়েছে অনেকের। অমিতাভ থেকে শাহরুখ, অক্ষয় সকলেই জড়িয়ে পড়েছিলেন পরকীয়ায়। তালিকা দেখলে চমকে যাবেন। 

Riya Das | Published : Aug 27, 2022 5:47 AM IST
111
স্ত্রী থাকা সত্ত্বেও উদ্দাম সঙ্গমে মত্ত, অতিরিক্ত কামের নেশায় কী পরিণতি হয়েছিল বি-টাউনের সেলেবদের


বলিউডের অমর প্রেমের জুটি বলতে গেলেই প্রথমেই উঠে আসে রেখা এবংঅমিতাভের নাম। যা নিয়ে এখনও অনেক গুঞ্জনই শোনা যায়। তবে দুজনের কেউই এই নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ। কিন্তু গ্ল্যামার কুইনের এই সম্পর্কও বেশিদিন টেকেনি। 
 

211


বি-টাউনের কিং খান মানেই শাহরুখ খান। তাকে নিয়ে গুজব কোনওভাবেই যেন মেনে নেওয়া যায় না। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে মাতোয়ারা হয়েছিল বি-টাউন। যদিও এটা সত্যি না গুজব,তা নিয়েও  ধোঁয়াশা রয়েছে।

311

একদম ছোট বয়সে রিনা দত্তর সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন আমির খান। দীর্ঘ ১৬ বছরের বিবাহিত জীবনে ছেদ  ঘটে আমিরের। আমির খান ও রিনা দত্তের দুটি সন্তানও রয়েছে। যদিও বাবা- মায়ের বিচ্ছেদের পর থেকেই মায়ের সঙ্গে থাকেন জুনেইদ এবং ইরা। রিনার সঙ্গে বিচ্ছেদের পর পরই  আরও একটি সম্পর্কে জড়িয়ে পড়েন আমির। জেসিকা হাইনস নামে লেখিকা তথা সাংবাদিকের সঙ্গে সম্পর্কে জড়ান আমির। সূত্র থেকে শোনা গেছে,  আমির ও জেসিকার একটি সন্তান রয়েছে।তারপর কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। কিরণের সঙ্গে লিভ-ইন করেছিলেন বেশ কিছুদিন। ২০০৫ সালে কিরণের সঙ্গে গাটছড়া বাঁধেন আমির। দীর্ঘ ১৫ বছর পর সেই সম্পর্কেও ইতি টানলেন আমির ও কিরণ।

411


বলি স্টার হৃতিকের সঙ্গে অনেকেরই নাম জড়িয়েছে।  বলিউডের কন্ট্রোভার্সি কুইন  কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হৃতিক। কাইটস ছবিতেও বারবারা মোরির সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা শোনা গিয়েছিল । আর সেই কারণেই  স্ত্রী সুজানের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল।

511

 বলি অভিনেত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে বিয়ের পরও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অক্ষয় কুমার। বিষয়টি জানাজানি হতেই প্রকাশ্যে অক্ষয়কে চড়ও মেরেছিলেন টুইঙ্কল।তারপর থেকে আর কখনও প্রিয়াঙ্কার সাথে কোনও ছবিতে সাইন করেননি অভিনেতা।
 

611


সইফ আলি খান বরাবরই নিজের চেয়ে বড় মহিলাদের পছন্দ করতেন। মাত্র ২১ বছর বয়সে অমৃতা সিংকে বিয়ে করে সবাইকে হতবাক করে দিয়েছিলেন।'টশন' ছবির  শ্যুটিং চলাকালীন  সানবাথ নিচ্ছিলেন সইফ আলি খান। আর তা দেখেই নাকি সইফের প্রেমে পড়ে যান করিনা কাপুর খান। তবে বিয়ে করবেন নাকি শুধুই প্রেম সেই সিদ্ধান্ত  তিনি অবশ্য অনেক পরেই নিয়েছিলেন।  কিন্তু প্যারিসে গিয়ে সইফ তাকে বিয়ের প্রস্তাব দেন। পরপর দুবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে শেষে কিনা পতৌদির ছোট নবাব সইফ আলি খানের সঙ্গে গাটছড়া বাঁধেন করিনা কাপুর খান।
 

711

শত্রুঘ্ন সিনহা যখন পুনম সিনহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন তখনই রিনা রায়ের সঙ্গে  ডেটিংয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। রিনা যখন শত্রুঘ্ন  সঙ্গে ঘর বাধার স্বপ্ন দেখছিল তখনই শত্রুঘন সিনহা  তীর  স্ত্রীকে ছেড়ে যেতে অস্বীকার করেছিলেন। আর  তখনই হতাশ হয়েছিলেন রিনা। 
 

811


আদিত্য পাঞ্চালিও বলিউডের কন্ট্রোভার্সি কুইন  কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তাদের সেই সম্পর্ককে মেনে নিয়েছিলেন স্ত্রী জরিনা। যদিও এই নিয়ে বিতর্ক বহুদিন চলেছে।
 

911


বলিউডের গোবিন্দা  বিবাহিত জীবনেও রানি মুখোপাধ্যায়ের প্রেমে পড়েছিলেন।   'হাদ কার্দি আপনে'র সেটে দু'জনের প্রথম দেখা হয়েছিল। নবাগত রানীকে দেখার পর থেকেই মনে ধরেছিল  গোবিন্দার। তাদের সম্পর্ক জানাজানি হওয়ার পরই স্ত্রী সুনীতা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে রানির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় স্ত্রী সুনীতার সঙ্গে সব সম্পর্ক ঠিক হয়ে গিয়েছিল।
 

1011


মোনা কাপুরের সাথে বিবাহিত হওয়া সত্ত্বেও, শ্রীদেবীকে প্রথম দেখে প্রেমে পড়ে গিয়েছিলেন বনি কাপুর। তা স্বীকার করতে বনি কাপুরের কোনও বাধা ছিল না । এমনকী বিয়ের আগেই শ্রীদেবী সাত মাসের গর্ভবতী ছিলেন।

1111

'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই'-এর শ্যুটিং চলাকালীন নাকি কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক তৈরি হয় অজয়ের। এমনকী শ্যুটিং ফ্লোরেও তাদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন দানা বাঁধে। একসঙ্গে অভিনয় করতে গিয়েই নাকি কঙ্গনার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন অজয়। এমনকী গোপন সহবাসের গুঞ্জনও শোনা গিয়েছিল। এমনকী 'রাস্কেল' ছবিতেও কঙ্গনাকে নেওয়ার জন্য পরিচালকদের জোর করে অজয়। সেই তখনই দুজনের সম্পর্কের কথা জানাজানি হয়ে যায়। অশান্তি এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে কাজল সংসার ছাড়ারও সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos