অন্তর্বাসে সুইমিং পুলে ঝড়, মৌনির হটনেসে ভক্তমহলে উষ্ণতার পারদ তুঙ্গে্

বলিউডের হট ডিভা মৌনি রায়, যাঁর হট লুকই মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়। কখনও পার্ফেক্ট বিকিনি লুক, কখনও আবার সমুদ্র সৈকতে হট পোজ, ক্যামেরার ফ্রেমের সামনে যেন মুহূর্তে ঝড় তুললে প্রস্তুত এই স্টানিং কুইন। 

Jayita Chandra | Published : Jan 31, 2021 8:56 AM IST / Updated: Jan 31 2021, 02:27 PM IST
110
অন্তর্বাসে সুইমিং পুলে ঝড়, মৌনির হটনেসে ভক্তমহলে উষ্ণতার পারদ তুঙ্গে্

কখনও বিকিনি লুক, কখনও আবার সুইমিং পুল থেকে মোনোকিনি লুক, মৌনি রায় মানেই দর্শকদের মনে এক উষ্ণ আবেদন। 

210

ফিগার যেন পার্ফেক্ট। শরীরের কোথাও নেই বিন্দুমাত্র মেদ। সপার্ফেক্ট ডায়েটেই নিজেকে ধরে রাখেন হট ডিভা। 

310

এবার ভাইরাল হলেন সাদা বিকিনিতে সুইমিং পুলে হট পোজ দিয়ে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ মৌনি। 

410

ফলে যেকোনও ছবি পোস্ট করলেই তা ঝড় তোলে ভক্তমহলে। তবে মৌনির প্রোফাইল যেন একটু বেশি খোলামেলা। 

510

অধিকাংশ সময়ই খোলামেলা পোশাকে বা অন্তর্বাসে ধরা দিয়ে থাকেন মৌনি। কখনও কখনও পড়তে হয় ট্রোলের মুখেও। 

610

বড্ড রোগা, সমালোচনার মুখ থেকে বাদ পড়ে না বডি শেমিং। কোনও কোনও ভক্ত আবার অভিনেত্রীকে উপদেশ দিয়ে থাকেন, একটু খাওয়া উচিত। 

710

যদিও মৌনির এই সাইজ জিরোতেই মুগ্ধ সকলে। আর মৌনির ইনস্টা পোস্টই তাই ভরে ওঠে অন্তর্বাসের হট লুকে। 

810

ছবির পর্দায় হোক বা ক্যামেরার ফ্রেমে, মৌনি খুব ভালো করেই জানে কোন পোজে ভক্তদের নজর মুহূর্তে কাড়া সম্ভব। 

910

তাই বিজ্ঞাপনই হোক বা ঘরোয়া লুকে ছবির পাঠ, মৌনির উপস্থিতি মানেই ভক্তমহলে তুমুল উত্তেজনা। 

1010

সুযোগ পেয়ে শাহরুখ খান যেমন আমির খান সম্পর্কে বলতে পিছু পা হন না, তেমনই আমির খান খুব একটা পছন্দ করেন না শাহরুখকে নিয়ে কথা বলতে।  

Share this Photo Gallery
click me!

Latest Videos