সুশান্ত অসুস্থ থাকতেন, তখনও বাড়িতে পার্টি করতেন রহিয়া চক্রবর্তী। এমনটাই দাবি করেছিলেন সুশান্তের পরিচাক। এবার সেই পার্টি ও মাদক যোগ নিয়েই বিপাকে রিয়া চক্রবর্তী। মাদক যোগসূত্র নিয়ে মুখও খুলেছেন তিনি। এবার এনসিবির সামনে মুখ খুলে একাধিক তথ্য ফআঁস করলেন স্যামুয়েল। কী জানালেন ড্রাগ পার্টি নিয়ে!
রিয়াই কিনতে দিতেন মাদক, এমনটা বর্তমানে সাফ। তবে সেই মাদক কাকে দিতেন, কী করতেন তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।
28
ঠিক পরিস্থিতিতে সুশান্ত সিং রাজপুতের কেটেছিল শেষ সময়, তাঁকেও কী মাদক ধরানো হয়েছিল! কী করেছিলেন তাঁর সঙ্গে তা জানা সম্ভব হয়নি এখনও।
38
তবে টানা দুদিনের জেরাতে একাধিক তথ্য সামনে উঠে এসেছে এনসিবির। সেখানেই বর্তমানে আটক রিয়ার ভাই ও স্যামুয়েল।
48
তাঁদের মতে সুশান্ত সিং রাজপুতের বাড়ি থেকে ড্রাগের অর্ডার দিতেন খোদ রিয়া চক্রবর্তী। তাঁর কথাতেই আনা হত।
58
সুশান্তের ফার্ম হাউসে বসত পার্টি। সেখানেই হাজির থাকতেন বিটাউনের স্টারেও। ইতিমধ্যেই সেই নাম এনসিবিকে জানিয়েছেন শৌভিক ও স্যামুয়েল।
68
পাশাপাশি আরও তথ্য সামনে আসে, স্যামুয়েলই গাঁজা কিনতেন রিয়ার কথায়। সুশান্তের জন্য নভেম্বর ২০১৯ থেকে মার্চ ২০২০ পর্যন্ত তিনিই কিনে দিতেন।
78
বলিউডের ১৪ জনের মান হাতে পেয়েছে ইতিমধ্যেই এনসিবি। যাঁদের নিয়ে তদন্তে শীঘ্রই নামবে এনসিবি।
88
একে একে খোলসা হচ্ছে একাধিক রহস্য। আজ জেরার দ্বিতীয় দিন। সাত ঘণ্টা অতিক্রান্ত, চলছে রিয়ার জেরা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।