'সন্তানদের আর চাই না', কেন রণবীর ও ঋদ্ধিমার সঙ্গে থাকতে চান নীতু কাপুর, জানালেন অভিনেত্রী

দীর্ঘ ৪০ বছরের বিবাহিত জীবনে প্রেম, বিয়ে, বিতর্কে ছেদ ঘটেছে। জীবন-মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আজ একে অপরের থেকে আলাদা। ঋষির মৃত্যুর পর থেকে নীতু যেন বড্ডই একা । আজকাল নাকি একাই থাকছেন বর্ষীয়ান বলি অভিনেত্রী তথা ঋষি ঘরনি নীতু কাপুর। কিন্তু কেন? কেন তিনি ছেলে রণবীর এবং মেয়ে ঋদ্ধিমার সঙ্গে থাকছেন না সমস্ত প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন নায়িকা নীতু কাপুর।
 

Riya Das | Published : May 14, 2021 3:10 AM IST
19
'সন্তানদের আর চাই না', কেন রণবীর ও ঋদ্ধিমার সঙ্গে থাকতে চান নীতু কাপুর, জানালেন অভিনেত্রী

ঋষির মৃত্যুর পর থেকে নীতু যেন বড্ডই একা । আজকাল নাকি একাই থাকছেন বর্ষীয়ান বলি অভিনেত্রী তথা ঋষি ঘরনি নীতু কাপুর। কিন্তু কেন?

29

নীতুর একা থাকার খবর  প্রকাশ্যে  আসতেই জোর শোরগোল পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।  অবশেষে  মুখ খুললেন নীতু কাপুর।

39

 কেন তিনি ছেলে রণবীর এবং মেয়ে ঋদ্ধিমার সঙ্গে থাকছেন না সমস্ত প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন নায়িকা নীতু কাপুর।
 

49

একান্ত সাক্ষাৎকারে নীতু জানিয়েছেন, একা থাকাটা নীতুর যেমন পছন্দের, ঠিক ততটাই জরুরি। নিজের প্রাইভেট স্পেস-কে বিশেষ গুরুত্ব দেন নীতু।

59

নীতু আরও জানিয়েছেন, ওদের দুজনকেই জানিয়েছি, তোরা আমার মন জুড়ে থাক, মাথায় চাপিস না। তাছাড়া নীতু নিজেও চান, রণবীর ও ঋদ্ধিমা নিজেদের নিয়ে ব্যস্ত থাকুক।

69

গতবছর লকডাউনের সময়টাতে প্রায় গোটা এক বছর ঋদ্ধিমা আমার সঙ্গে ছিল। ও স্বামী-সন্তানদের কাছে যেতে পারছিল না দেখে উত্তেজিত হয়ে পড়েছিলেন নীতু কাপুর।  অথচ ঋদ্ধিমা সবটা সামলে নিয়েছিল। তারপর একপ্রকার ওকে জোর করে পাঠিয়ে দিয়েছি।

79


নীতু জানিয়েছেন, আমার এখন একা থাকতে কোনও অসুবিধে হয় না। এভাবে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছি। ঋষিকে ছাড়া তার জীবন কোনওদিন আগের মতোন হবে না।

89


নীতু জানিয়েছেন, আমার এখন একা থাকতে কোনও অসুবিধে হয় না। এভাবে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছি। ঋষিকে ছাড়া তার জীবন কোনওদিন আগের মতোন হবে না।
 

99

প্রেমিকা আলিয়ার সঙ্গে লিভ-ইনে রয়েছেন রণবীর। দুজনকে একইসঙ্গে বহুবার দেখাও গেছে। এমনকী ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

Share this Photo Gallery
click me!

Latest Videos