হাঁটুর বয়সী ছেলের সঙ্গে সঙ্গম প্রিয়ঙ্কার, নেটিজেনদের নোংরা কটাক্ষের কড়া জবাবে কী বললেন নিক

Published : May 21, 2021, 08:13 AM ISTUpdated : May 21, 2021, 08:17 AM IST

বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে সরগরম বি-টাউন। তবে শুধু বি-টাউনই নয়, হলিউডেও বেশ পরিচিত বলিউডের দেশি গার্ল। খুব অল্প সময়ের মধ্যেই নিজের নাম,খ্যাতি অর্জন করে নিয়েছেন প্রিয়ঙ্কা। বয়সে ছোট নিককে বিয়ের পর থেকেই একাধিকবার নেটিজেনদের রোষের মুখে পড়েছেন প্রিয়ঙ্কা। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা প্রমাণ দিয়েছেন নিক-প্রিয়ঙ্কা। এবার নেটিজেনদের কড়া জবাব দিলেন নিক।

PREV
19
হাঁটুর বয়সী ছেলের সঙ্গে সঙ্গম প্রিয়ঙ্কার, নেটিজেনদের নোংরা কটাক্ষের কড়া জবাবে কী বললেন নিক


২০১৮ সালের ১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন হলিউড পপ তারকা নিক জোনাস এবং বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। 
 

29

সাগর পাড়ের এই বিয়ে রূপকথার চেয়ে কোনও অংশে কম ছিল না। দুজনেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে থাকেন।

39

প্রিয়ঙ্কা ৩৭ এবং নিক ২৭। দুজনের বয়সের ব্যবধান ১০ বছর।  আর এই নিয়ে কৌতুহলের শেষ নেই অনুরাগীদের। যদিও ডোন্ট কেয়ার ভাবেই এই বিষয়টিকে নিয়েছেন  প্রিয়ঙ্কা। নিকের কাছে যেন পুরো বিষয়টা ভীষণই কুল।

49

দুজনের বয়সের ব্যবধান নিয়ে অনেক সমালোচানাকরই মুখে পড়তে হয়েছে নিক- প্রিয়ঙ্কাকে। একের পর এক কন্ট্রোভার্সিতেই ইঠে এসেছে তার বয়সের কথা। 
 

59

সম্প্রতি এই বিষয় নিয়ে এবার মুখেছেন মার্কিন পপ তারকা নিক জোনাস। এক রিয়েলিটি শো-তে গিয়েও তাদের বয়স নিয়ে মজা করতে শুরু করে গায়িকা কেলি জনসন।  
 

69

সম্প্রতি এই বিষয় নিয়ে এবার মুখেছেন মার্কিন পপ তারকা নিক জোনাস। এক রিয়েলিটি শো-তে গিয়েও তাদের বয়স নিয়ে মজা করতে শুরু করে গায়িকা কেলি জনসন।  
 

79

তবে এই প্রথমবার নয়, এর আগেও  বহুবার তাদের বয়সের ফারাক নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছে। এমনকী প্রিয়ঙ্কাও এই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন। 

89

প্রিয়ঙ্কা বলেছিলেন, 'কিছু মানুষেপ দ্বিচারিতা স্বভাব। যখন কোনও স্ত্রী স্বামীর চেয়ে ১০ বছরের ছোট হয় তখন কেউ এই প্রশ্ন কেন তোলে না। কারণ তখন সেটা স্বাভাবিক মনে হয়। আর উল্টোটা হলেই যত সমস্যা।'

99

যদি তাতে কোনও যায় আসে না নিক-প্রিয়ঙ্কার। তারা নিজেদের শর্তেই বিবাহিত জীবন উপভোগ করছেন।
 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories