জলের তলায় ঠোঁটের কাছে ঠোঁট, বরুণ সারার হট পোজই কি নকল করতে চেয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
এক কথায় বলতে গেলে অঙ্কুশ ও ঐন্দ্রিলার কাছে এটা হল ঘটনা বহুল বছর। সম্পর্কের সেলিব্রেশন থেকে শুরু করে জুটির প্রথম পর্দায় আসা। সকলের নজর কেড়েছেন এই টলিউড জুটি। কখনও ভাইরাল হয়েছেন তাঁরা সিনে পর্দায়-কখনও আবার হলিডে ট্রিপে।