প্রিয়ঙ্কা চোপড়া। অনেক পুরুষদেরই ড্রিমগার্ল তিনি। বলিউডে একের পর এক সুপারহিট সিনেমাও রয়েছে তার ঝুলিতে। খুব অল্প সময়ের মধ্যেই নিজের নাম,খ্যাতি অর্জন করে নিয়েছেন প্রিয়ঙ্কা। শুধু বলি নয়, হলিউডেও তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
210
বর্তমানে নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া।
310
নিক-প্রিয়ঙ্কা একসঙ্গে থাকা মানেই শিরোনামে থাকা। আদর-রোম্যান্স-খুনসুটিতে সর্বদাই হৈ চৈ ফেলে দেন এই যুগল। এবারও তার ব্যতিক্রম হল না। সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গতার ছবি পোস্ট করে রীতিমতো সকলকে চমকে দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।
410
সম্প্রতি 'সিটাডেল'-ছবির শুটিংয়ে গুরুতর চোট পেয়েছেন প্রিয়ঙ্কা। তারপর শুটিং থেকে বিরতি নিয়েই সোজা স্বামীর কাছে গেলেন পিসি। কিন্তু নিকের কাছে পৌছতেই বিপত্তি শুরু।
510
প্রিয়ঙ্কাকে দেখে যে নিক এমনটা করতে পারেন তা স্বপ্নেও ভাবেননি বলিউডের দেশি গার্ল। তবে শুধু প্রিয়ঙ্কাই নন, দিদি-জামাইবাবুর খুনসুটি দেখে বেজায় চটেছেন বোন পরিণীতি চোপড়া।
610
সম্প্রতি প্রিয়ঙ্কা একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যেখানে লাল-কালো বিকিনিতে সানবাথ নিতে দেখা যাচ্ছে প্রিয়ঙ্কাকে। ছবিতে প্রিয়ঙ্কার ঠিক পিছনেই নজর কাড়ছেন নিক জোনাস।
710
উপুড় হয়ে শুয়ে নিশ্চিন্তে সানবাথ নিচ্ছিলেন প্রিয়ঙ্কা। হঠাৎই অনুভব করেন নিতম্বের মধ্যে কী যেন করছেন নিক। তারপর পিছনে ঘুরতেই চমকে উঠলেন অভিনেত্রী। নিকের হাতে তখন ছুরি-কাঁটাচামচ।
810
অন্তরঙ্গ ছবি পোস্ট করে প্রিয়ঙ্কা ক্যাপশনে লিখেছেন, 'নিকের স্ন্যাক্স'। ছবি দেখেই নেটিজেনরাও বলেই ফেললেন এটাই কি তাহলে 'নিকের ব্রেকফাস্ট'।
910
তবে নিক-প্রিয়ঙ্কার এই কীর্তি দেখে ঘোর আপত্তি জানিয়েছেন পরিণীতি চোপড়া। প্রিয়ঙ্কার ছবিতে পরিণীতি লেখেন, আরে একটু সাবধান, ইনস্টাগ্রামে পরিবারের অন্য লোকজনও তো আছেন নাকি।
1010
পরিণীতির কমেন্টে কিছুই বলেননি প্রিয়ঙ্কা। তবে লাল কালো বিকিনিতে মেদহীন চাবুকের মতো ফিগার, চোখে রোদচশমায় লাস্যময়ী প্রিয়ঙ্কাকে দেখে ঘাম ঝরেছে ভক্তদের।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।