অভিনেতাদের জীবনে ছোট বড় নানা অভিক্ষতা ছড়িয়ে ছিটিয়ে থাকে। শ্যুটিং-এর দরুণ যা এক ভিন্ন স্বাদ সৃষ্টি করে। সব রকমের পরিস্থিতিতেই অভিনেতাদের মানিয়ে নিতে হয়। তা বলে কি সব সময় তা সম্ভব হয়! হয়তো নয়।
শীতকালে এমন অনেকের ক্ষেত্রেই হয়, যে স্নান করতে ইচ্ছে করেনা। এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন অভিষেক।
29
তিনি অভিনেতা তাই সবসময় নিট এন্ড ক্লিন থাকাটা একান্ত প্রয়োজন। তবে একবার সে কথা রাখতে পারেননি তিনি।
39
এক রিয়েলিটি শো এ মজার ছলে করা প্রশ্নের এমনটাই উত্তর দিয়েছিলেন অভিষেক। সাধারণত স্নানে না নেই তার।
49
তবে একবার শুটিং এর দরুন এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি যাতে মনে হয়েছিল স্নান না করাই ভালো।
59
লাদাখে -28 ডিগ্রিতে চলছিল শুটিং। তখনই সকালে ঘুম থেকে উঠে স্নান করতে কান্না পেত সকলের।
69
স্নানের আগে রিসেপশনে জানাতে হতো সেই কথা। বালতি বোঝাই গরম জল বাথরুমে পোঁছে যেত তড়িঘড়ি।
79
তবে বাথরুমে পৌঁছতে পৌঁছতে তার উপরের স্তর হয়ে যেত বরফ। যা দেখে বেশ কয়েকবার মনে হয়েছিল অভিষেকের স্নান করবো না।
89
শুটিং চলছিল এলওসি কার্গিলের। অভিষেকের কথায় সিনেমায় ছিলনা কোন হিরোইন। আর বাকিদের অবস্থাও একই রকম।
99
তাই স্নান না করলেও খুব একটা কেউ বুঝতে পারবে না এমনটাই বিশ্বাস ছিল অভিষেকের। যদিও তিনি নাকি তেমনটা করেননি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।