তবে কেন ৪ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে এলেন সুস্মিতা (Sushmita Sen) ও রহমান, তা স্পষ্ট জানা যায়নি। তবে ব্রেক আপেরই পর আত্মবিশ্বাস, চেতনা , শিক্ষার কথা ফুটে উঠেছিল সুস্মিতার গলায়। সুস্মিতা সেন কতটা স্বাধীনচেতা তা সকলেরই জানা। বিচ্ছেদের পর অভিনেত্রী আরও জানিয়েছিলেন তিনি নিজের ১০০ শতাংশ দিয়ে ভালবাসতে পারেন এবং সম্পর্ক থেকে বেরোতে হলেও তিনি ১০০ শতাংশ দিয়েই বেরিয়ে আসবেন।