ভিড়ের মধ্যে প্রেমিকাকে বাহুডোরে আগলে রাখলেন রহমান, টুইনিং পোশাকে লেন্সবন্দি সুস্মিতা


 ১৫ বছরের ছোট বয়ফ্রেন্ড রহমানের সঙ্গে সদ্যই ব্রেক আপ হয়েছে সুস্মিতা সেনের (Sushmita Sen)। বর্ষশেষেই সম্পর্কে ইতি টেনেছিলেন বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেন । ব্রেক আপের খবর সোশ্যাল মিডিয়ায় সেই খবরও জানিয়েছিলেন সুস্মিতা সেন। বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। বিচ্ছেদ হলেও তাদের পথ এখনও আলাদা হয়নি। মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায় বলিউডের লাভবার্ডসকে।  বিচ্ছেদের পর ফের একসঙ্গে দেখা গেল রহমান শল ও সুস্মিতা সেনকে। সোমবারই ফের একসঙ্গে দেখা মিলল সুস্মিতা ও রহমানকে। তবে এটা কোনও সাক্ষাৎ নয়, বরং রহমান ও সুস্মিতার সঙ্গে দেখা মিলল তার ছোট মেয়েকেও।  যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। বলিউডের হট হ্যাপেনিং কাপলকে একসঙ্গে দেখতেই ঘিরে ধরেছিলেন পাপারাৎজিরা,  ভিড়ের মধ্যে প্রেমিকাকে বাহুডোরে আগলে রাখতে দেখা গেল রহমানকে (Rohman Shawl) । ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
 

Riya Das | Published : Mar 22, 2022 12:09 PM
19
ভিড়ের মধ্যে প্রেমিকাকে বাহুডোরে আগলে রাখলেন রহমান, টুইনিং পোশাকে লেন্সবন্দি সুস্মিতা


বিচ্ছেদের পর ফের একসঙ্গে দেখা গেল রহমান শল (Rohman Shawl) ও সুস্মিতা সেনকে। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। দিনকয়েক আগে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, সুস্মিতার বাড়ির নিচে একসঙ্গে দেখা গিয়েছে বলিউডের দুই প্রাক্তন যুগলকে। তারপরও এক গাড়িতে পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছিল রহমান ও সুস্মিতাকে। তবে পাপারাৎজিদের দেখেই গাড়ির নিচে মুখ লুকিয়ে নেন সুস্মিতার প্রাক্তন প্রেমিক, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। 

29

ব্রেক আপের পর ফের একসঙ্গে দেখা গেল রহমান শল ও সুস্মিতা সেনকে (Sushmita Sen) । সোমবারই ফের একসঙ্গে দেখা মিলল সুস্মিতা ও রহমানকে। তবে এটা কোনও সাক্ষাৎ নয়, বরং রহমান ও সুস্মিতার সঙ্গে দেখা মিলল তার ছোট মেয়েকেও।  যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।
 

39


১৫ বছরের ছোট বয়ফ্রেন্ড রহমানের সঙ্গে সদ্যই ব্রেক আপ হয়েছে সুস্মিতা সেনের (Sushmita Sen)। বর্ষশেষেই সম্পর্কে ইতি টেনেছিলেন বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেন । ব্রেক আপের খবর সোশ্যাল মিডিয়ায় সেই খবরও জানিয়েছিলেন সুস্মিতা সেন। বয়ফ্রেন্ড রহমান (Rohman Shawl) শলের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। 

49


বিচ্ছেদ হলেও তাদের পথ এখনও আলাদা হয়নি। মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায় বলিউডের লাভবার্ডসকে।  বলিউডের হট হ্যাপেনিং কাপলকে একসঙ্গে দেখতেই ঘিরে ধরেছিলেন পাপারাৎজিরা,  ভিড়ের মধ্যে প্রেমিকাকে বাহুডোরে আগলে রাখতে দেখা গেল  রহমানকে (Sushmita Sen)। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

59


তবে কি  ফের সম্পর্ক জোড়া লাগল (Sushmita Sen) সুস্মিতার ও রহমানের (Rohman Shawl)। ফের একসঙ্গে তাদেরকে দেখে সকলেই খুশি হয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট মেয়েকে নিয়ে একটি ক্লিনিক থেকে বের হচ্ছেন সুস্মিতা সেন। অভিনেত্রীর পাশেই দেখা গিয়েছে রহমানকে। সেই ছবিই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

69

ছবিতে দুজনেই একই রঙের টুইনিং পোশাকে দেখা গিয়েছে। নীল রঙের পোশাক পরেই ধরা দিয়েছেন রহমান ও সুস্মিতা (Sushmita Sen) । সেখানে হাজির হওয়া ভক্তদের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে সুস্মিতাকে। তবে রহমান  (Rohman Shawl) ছবি তুলতে ইতস্তত বোধ করলেও পরে সুস্মিতার পাশে পোজ দেন রহমানও। 

79

অভিনেত্রীকে দেখে ভিড় এতটাই বাড়তেই থাকে যে, সেখানেই ভিড় ঢেলে দুহাতে আগলে রাখেন সুস্মিতাকে (Sushmita Sen) এবং পরে গাড়িতে তুলে দেন প্রেমিকাকে। রহমানের এই ব্যবহার সকলেরই মন কেড়েছে। এমনকী অনেকেই রহমানের সঙ্গে সম্পর্ক ঠিক করার পরামর্শ দিয়েছেন। তবে কি ফের এক হবেন সুস্মিতা ও রহমান  (Rohman Shawl) জোর জল্পনা শুরু হয়েছে বলিপাড়ার অন্দরে। যদিও পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট সুস্মিতা ও রহমান।

89


তবে কেন ৪ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে এলেন সুস্মিতা (Sushmita Sen) ও রহমান,  তা স্পষ্ট জানা যায়নি। তবে ব্রেক আপেরই পর আত্মবিশ্বাস, চেতনা , শিক্ষার কথা ফুটে উঠেছিল সুস্মিতার গলায়। সুস্মিতা সেন কতটা স্বাধীনচেতা তা সকলেরই জানা। বিচ্ছেদের পর অভিনেত্রী আরও জানিয়েছিলেন তিনি নিজের ১০০ শতাংশ দিয়ে ভালবাসতে পারেন এবং সম্পর্ক থেকে বেরোতে হলেও তিনি ১০০ শতাংশ দিয়েই বেরিয়ে আসবেন। 

99

বরাবরই ছক ভাঙতে পছন্দ করেন সুস্মিতা  (Sushmita Sen) । একাধিক প্রেম এসেছে আবার নীরবে চলেও গেছে কিন্তু সমাজের চোখারাঙানি তাকে কাবু করতে পারেনি, বরং ৫০-এর কোটায় পৌঁছেও একাকী সুস্মিতা নিজের জীবনের সঙ্গে আপসে যেতে নারাজ। দুই মেয়ে রেনে ও আলিশার সঙ্গে স্বাচ্ছন্দ্যে সময় কাটিয়েছে রহমান ও সুস্মিতা।  সুস্মিতার মেয়েরাও মায়ের বয়ফ্রেন্ডকে মেনে নিয়েছিল। মেয়েদের সঙ্গে বয়ফ্রেন্ড রহমানকে নিয়ে একসঙ্গে থাকতেন সুস্মিতা। তবে সুস্মিতার পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে রহমানের। এই সম্পর্ক কোনওদিন নষ্ট হবে না।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos