রণবীরকে অর্ধ-নগ্ন অবস্থায় দেখতে চান হট-কুইন নুসরত, শোনা মাত্রই কী প্রতিক্রিয়া আলিয়ার

রণবীর কাপুর মানেই এক কথায় বলতে গেলে লেডিস ম্যান, অন্তত এমনটাই মনে করেন আলিয়া ভাটের বাবা মহেশ ভাট। তিনি সাফ জানিয়েছিলেন, মেয়েদের মনে ঝড় তোলা রণবীরের বাঁহাতের খেল। সেই বর্তমানে ঘরের জামাই হতে চলেছে। তাঁরই জন্য এদিকে পাগল একাধিক অভিনেত্রী। তালিকা থেকে বাদ পড়লেন না নুসরত বারুচাও। 

Jayita Chandra | Published : Mar 11, 2021 9:19 AM
19
রণবীরকে অর্ধ-নগ্ন অবস্থায় দেখতে চান হট-কুইন নুসরত, শোনা মাত্রই কী প্রতিক্রিয়া আলিয়ার

জীবনে একাধিক অভিনেত্রীর আনাগোনা, তাঁদের উপস্থিতিতেই রঙিন রণবীর কাপুরের লাভ লাইফ। 

29

রণবীর কাপুর মানেই মেয়েদের মনে ঝড় তোলা এক উষ্ণ আবেদন। সেই তালিকাতে নুসরতও যে পড়ছেন, তাও হয়েছিল খোলসা।  

39

বিভিন্ন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তারকারা বিভিন্ন বিষয় নিয়ে মজায় মজার প্রশ্ন করে থাকেন, যার উত্তর বেশ ভাবিয়ে তোলে অনেককেই। 

49

তেমনই আইআইএফএ পুরষ্কারের মঞ্চে নুসরত বারুচাকে মঞ্চে ডেকে প্রশ্ন করা হয় তিনি কোন তারকাকে তোয়ালে পরে দেখতে চান। 

59

এই প্রশ্ন শোনা মাত্রই একবারও না ভেবে নুসরত সাফ উত্তর দিয়েছিলেন, তিনি হলেন একমাত্র রণবীর কাপুর। 

69

এই একই লুকে তাঁকে ভক্তরা পেয়েছিলেন সাওয়ারিয়া ছবিতে। সেই দৃশ্যের সাক্ষী থাকতে চান নুসরত। 

79

এই সময় দর্শক আসনে বসেছিলেন আলিয়া ভাট। তার সঙ্গে রণবীরের বিয়ের খবর তখন ভাইরাল। 

89

ফলে উত্তর শোনা মাত্রই ক্যামেরা প্যান করানো হয় আলিয়ার দিকে। তিনি তখন হাসির ছলে এই প্রসঙ্গকে উড়িয়ে দেন। 

99

যদিও সেই ভিডিও মুহূর্তে হয়ে ওঠে ভাইরাল। রণবীর কাপুরকে এই হট লুকে দেখার ইচ্ছে হাজার হাজার ভক্তদের মনে বর্তমান।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos