শারীরিক সম্পর্কের পর এত বড় প্রতারণা, রণবীরকে দ্বিতীয় সুযোগ দেওয়াই সবচেয়ে বড় ভুল, আক্ষেপ দীপিকার

একাধিক প্রেম এসেছে বলি অভিনেত্রী দীপিকার জীবনে। ছোট বয়স থেকেই ডেটিং,লিভ-ইন কী না করছেন দীপিকা। বলি ইন্ডাস্ট্রিতে এসেও কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক সবসময়েই সরগরম করেছে পেজ থ্রি-র পাতা। যদিও এসব এখন অতীত। কিন্তু কথায় বলে অতীত পিছু ছাড়ে না, দীপিকার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। লিভ-ইন  থেকে শারীরিক সম্পর্কের পর এত বড় প্রতারণা সহ্য করতে পারেননি দীপিকা।রণবীরকে দেওয়া দ্বিতীয় সুযোগটাই জীবনের সবচেয়ে বড় ভুল, আজও আক্ষেপ দীপিকা পাড়ুকোনের। 

Riya Das | Published : Apr 8, 2021 10:07 AM
111
শারীরিক সম্পর্কের পর এত বড় প্রতারণা, রণবীরকে দ্বিতীয় সুযোগ দেওয়াই সবচেয়ে বড় ভুল, আক্ষেপ দীপিকার

Deepika will next be seen in 83 with her husband Ranveer Singh, Pathan, Fighter, The Intern, Mahabharat, Shakun Batra's next and Nag Ashwin's multilingual film.

 

211


একাধিক প্রেম এসেছে বলি অভিনেত্রী দীপিকার জীবনে।  ছোট বয়স থেকেই ডেটিং,লিভ-ইন , ভার্জিনিটি লস এসব যেন জলভাত দীপিকা কাছে। 

311


বলি ইন্ডাস্ট্রিতে এসেও কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক সবসময়েই সরগরম করেছে পেজ থ্রি-র পাতা। যদিও এসব এখন অতীত। 
 

411


সম্পর্ক অতীত হলেও তা নিয়ে জলঘোলা চলছেই। দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর আজও নিজেদের ভাল বন্ধু বলে দাবি করেন।

511

বিয়ের জল্পনার মধ্যেই বিচ্ছেদে উত্তাল হয় বি-টাউন। বিচ্ছেদের কথা বলতে গিয়েই দীপিকা জানিয়েছিলেন, তিনি হয় বরং সম্পর্কে থাকাকালীন রণবীর কাপুরই তাকে ঠকিয়েছেন।

611


দীপিকা আরও জানান, রণবীর তার সঙ্গে প্রতারণা করতে পারে এটা ভাবা তো দূর কোনওদিনই তার মাথাতেও আসে নি।

711


সাক্ষাৎকারে দীপিকা বলেন, বন্ধুদের বারণ করা সত্ত্বেও নাকি তিনি রণবীরকে বিশ্বাস করেন। কিন্তু তার পরিণতি যে এটা হবে সেটা কল্পনাতীত।
 

811

সূত্রের খবর, লিভ-ইন  থেকে শারীরিক সম্পর্কে থাকার পর এত বড় প্রতারণা সহ্য করতে পারেননি দীপিকা। 

911

রণবীরকে দেওয়া দ্বিতীয় সুযোগটাই জীবনের সবচেয়ে বড় ভুল, আজও আক্ষেপ দীপিকা পাড়ুকোনের। 

1011

মিডিয়া সূত্রে খবর, ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়িয়েই নাকি দীপিকাকে প্রতারণা করেছিলেন রণবীর কাপুর। যদিও সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। 

1111

বর্তমানে আলিয়া ভাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউডের চকোলেট হিরো রণবীর কাপুর। তাদের বিয়ের খবরে উত্তাল টিনসেল টাউন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos