সোনালীকে কিডন্যাপ করতে চেয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটার সোয়েব, ঠিক কী ঘটেছিল

Published : Aug 16, 2020, 01:30 PM ISTUpdated : Aug 16, 2020, 01:35 PM IST

সোয়েব আখতর, পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটর, পাকিস্তানের পাশাপাশি ভারতের বুকেও ছিল তাঁর বহু মহিলা ভক্ত। তবে তিনি ছিলেন কেবল একজনেরই ভক্ত, বলিউড অভিনেত্রী সোনালী বিন্দে। তাঁকেই একবার অপহরণ করার কথা নিজেই জানিয়েছিলেন সোয়েব, কারণ তিনি নিজেই করেছিলেন খোলসা। 

PREV
18
সোনালীকে কিডন্যাপ করতে চেয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটার সোয়েব, ঠিক কী ঘটেছিল

ভারত পাকিস্তান ম্যাচ, যে মানুষটা ক্রিকেট খুব কম বোঝেন, তিনিও এই ম্যাচ উপভোগ করার মজা হাত ছাড়া করতে নারাজ। 

28

সেই সুবাদেই বহু ভক্ত রয়েছে ক্রিকেটার সোয়েব আখতারের। তবে তিনি ছিলেন বলিউড ডিভা সোনালীর অন্ধ ভক্ত। 

38

সোনালীকে এক কথায় তিনি মন দিয়ে বসেছিলেন। একাধিক সাক্ষাৎকারে সেই কথা খোলামেলা জানিয়েছিলেন তিনি। 

48

সোনালীর ছবি দেখার পর তিনি তাঁর ঘরেও রাখতেন অভিনেত্রীর ছবি। পাশাপাশি সোনালীর ছবি রাখতেন তিনি পার্সেও। 

58

একবার মজা করে তিনি জানিয়েছিলেন, সোনালী যদি তাঁকে না বলে বলে দেয়, তবে তিনি সোনালীকে কিডন্যাপ করে নিয়ে যাবেন। যদিও এত ভালোবাসার মর্যাদা রাখতে পারেননি সোনালী।

68

তবে এই নিয়ে সোনালীকে প্রশ্ন করতেই যা উত্তর মিলল তাতে অবাক ভক্তরা। তিনি সাফ জানিয়েদিলেন তিনি কোনও সোয়েব আখতারকে চেনেন না। 

78

এমন কী তিনি ক্রিকেটও দেখেন না। তাই বুঝেই পান না যে সাংবাদিকরা ভারত-পাকিস্তান ম্যাচ হলেই কেন তাঁকে ফোন করেন। 

88

যদিও শেষ জানান, যে তিনি জানেন তাঁর এক পাকিস্তানের ক্রিকেটার ভক্ত। কিন্তু ওই পর্যন্তই। সোয়েবের নামটাও হয়তো জানতেন না সোনালী। 

click me!

Recommended Stories