Published : Apr 03, 2020, 04:43 PM ISTUpdated : Apr 03, 2020, 04:44 PM IST
দেশে এখনও পর্যন্ত মহিলাদের যা পরিস্থিতি তা দেখে অনেক অংশেই মনে হয় আজও প্রগতি আলো পৌঁছতে পারেনি দেশের প্রতিটি কোণে। এখনও অহরহ উঠে আসে ধর্ষণের খবর। সামনে আসে বধূ নির্যাতনের ছবি। এমনই পরিস্থিতিতে মেয়েদের নিয়ে এক সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন মুহূর্তেই।