দেশে এখনও পর্যন্ত মহিলাদের যা পরিস্থিতি তা দেখে অনেক অংশেই মনে হয় আজও প্রগতি আলো পৌঁছতে পারেনি দেশের প্রতিটি কোণে। এখনও অহরহ উঠে আসে ধর্ষণের খবর। সামনে আসে বধূ নির্যাতনের ছবি। এমনই পরিস্থিতিতে মেয়েদের নিয়ে এক সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন মুহূর্তেই।
Jayita Chandra | Published : Apr 3, 2020 11:13 AM IST / Updated: Apr 03 2020, 04:44 PM IST
বলিউডে নিজের এক ভিন্ন পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। প্রথম থেকেই তিনি স্পষ্টবাদী।
মহিলাদের পরিস্থিতি নিয়ে একাধিকবার মন্তব্য করেছেন তিনি প্রকাশ্যে। মেয়েদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার কথা সকলেই বলে।
কিন্তু বাস্তবের ছবিটা এতটাও সহজ নয়। তার উদাহরণ মেলে প্রতিদিন খবরের শিরোনামে। কখনও মানে আসে ধর্ষন কখনও সামনে উঠে আসে বধু হত্যা।
এমনই বিষয় আলোচনা সভায় একবার ডাক পেয়েছিলেন পরিণীতি। সেখানে গিয়ে সাংবাদিকে প্রশ্ন শুনে মেজাজ হারিয়েছিলেন পরিণীতি।
তাঁকে প্রশ্ন করা হয়, মেয়েরা কম বয়সে সঙ্গমকে উপভোগ করেন, কিন্তু একটু বয়স হলেই তা থেকে সরে যান, এমন কেন! শোনা মাত্রই বিস্ফোরক উত্তর দেন অভিনেত্রী।
তিনি বলেন মেয়েরা উপভোগ করে না কি করে না, এমন প্রশ্নই প্রমাণ করে দেশে মেয়েদের অবস্থান। সঙ্গম একার নয়, এতে দুজনেরই মত থাকা উচিত।
জড়িয়ে ধরা থেকে শুরু করে সঙ্গম, প্রতিটা ক্ষেত্রেই উভয়ের মতামত থাকা জরুরী। কীভাবে এমন প্রশ্ন করতে পারেন আপনি।
পরিণীতি এদিন আরও জানান, তিনি এই নিয়ে কথা বলতেই এসেছিলেন। এই ধারনাই ভাঙতে হবে। কম বয়সে উপভোগ করে, বেশি বয়সে এড়িয়ে যায় এটা আলোচ্য বিষয় নয়।
বদলাতে হবে মানুষের মানসিকতা। বদলে ফেলতে হবে মেয়েদের প্রতি ধ্যান ধারনা। মেয়েরা একাই সঙ্গমে থাকেন না, এটা হয় কেবল মাত্র দুটো মানুষের ইচ্ছায়।