বেলি ডান্সে ঝড় তোলেন নোরা! আসলে তিনি কেমন, চিনে নিন ছবিতে
swaralipi dasgupta |
Published : Jul 17, 2019, 07:13 PM IST
সম্প্রতি বাটলা হাউসের একটি গানে বেলি ডান্স করে ঝড় তুলেছেন নোরা ফতেহি। তবে এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকটি আইটেম গানে নেচেছেন তিনি। এই মুহূর্তে কানাডার এই ডান্সারে মুগ্ধ নেটিজেনরা। নোরা কেমন, দেখে নেওয়া যাক ছবিতে ছবিতে-
শুধু নাচ নয়। সঙ্গে অভিনয়, মডেলিং ও গানও করেন নোরা ফতেহি।
27
নোরা মরক্কোর এক পরিবারের মেয়ে। হিন্দি, মালয়ালম ও তেলুগু ছবিতে কাজ করেছেন নোরা।
37
বলিউডে রোরঃ টাইগারস অফ সুন্দরবন নামে একটি ছবিতে কাজ করেছেন নোরা। এছাড়াও কিক টু, বাহুবলী, সত্যমেব জয়তে, স্ত্রী-তে আইটেম ডান্স করে জনপ্রিয় হয়েছিলেন তিনি।
47
বিগবস ৯-এ অংশ নিয়েছিলেন নোরা। টেলিভিশনেও নেচে মুগ্ধ করেছিলেন তিনি। টিভি শো ঝলক দিখলা জা-তেও অংশ নিয়েছিলেন তিনি।
57
সত্যমেব জয়তে ছবিতে দিলবর নাচটিতে রীতিমতো ঝড় তুলেছিলেন নোরা। এই গানে নোরার বেলি ডান্সের প্রশংসা করেছিলেন অনেকে।
67
বেশ কিছু বিজ্ঞাপনে মডেলিংও করেছেন নোরা। এছাড়া কয়েকটি মিউজিক ভিডিও-তেও কাজ করেছেন তিনি।
77
সম্প্রতি জন আব্রাহাম অভিনীত বাটলা হাউস ছবিতে সাকি সাকি গানের নতুন ভারশনে বেলি ডান্স করেন তিনি। পুরনো গানটিতে নেচেছিলেন কোয়েনা মিত্র। তিনিও নোরার নাচের প্রশংসা করেছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।