টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা! জেনে নিন কেরিয়ারের শুরু থেকে কেমন ছিল যাত্রা

swaralipi dasgupta |  
Published : Aug 11, 2019, 11:47 AM IST

টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ হিনা খান। ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় হিন্দি ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। দেখে নেওয়া যাক কেরিয়ারের শুরু থেকে কেমন ছিল হিনার যাত্রাটা। 

PREV
16
টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা! জেনে নিন কেরিয়ারের শুরু থেকে কেমন ছিল যাত্রা
২০০৯ সালে অভিনয় জগতে পা রাখেন হিনা খান। ইয়ে রিশতা কেয়া কেহেলাতা হ্যায় ধারাবাহিকে আকশারা চরিত্রে তাঁকে পছন্দ করেছিলেন দর্শকরা। টানা ৮ বছর এই ধারাবাহিকে অভিনয় করেন।
26
এর পরে ২০১৭ সালে খতরো কে খিলাড়িতে অংশ নেন হিনা। সেখানে প্রথন রানার আপ হন তিনি।
36
সেই বছরই অংশ নেন বিগ বস ১১-তে। সেই শো-তে শিল্পা শিন্ডের সঙ্গে বচসার ফলে সমালোচনার মুখে পড়েন হিনা খান। এই শো-তেও ফার্স্ট রানার আপ হন তিনি।
46
এই মুহূর্তে তিনি কসৌটি জিন্দেগি কি ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। তাঁর অভিনয় প্রশংসিত হচ্ছে।
56
এছাড়াও বেশ কিছু স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে শুধু অভিনয়। ভক্তদের কাছে তিনি ফ্যাশনিস্তা হিসেবেও পরিচিত। এই বছর কান চলচ্চিত্র উৎসবেও গিয়েছিলেন তিনি।
66
হিনা জম্মু ও কাশ্মীরে জন্মগ্রহণ করেছিলেন। দিল্লির ম্যানেজমেন্ট স্কুল থেকে তিনি এমবিএ করেছেন।
click me!

Recommended Stories