কেরিয়ার থেকে প্রেম, ক্যাটরিনার জীবনের ওঠাপড়া কেমন! জানুন ছবিতে ছবিতে
এই মুহূর্তে কেরিয়ারের মধ্য-গগনে রয়েছেন ক্যাটরিনা
তবে একটা সময়ে অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছেন
ছবিতে অভিনয় নিয়ে দিনের পরে দিন সমালোচনার শিকার হয়েছেন
swaralipi dasgupta | Published : Jun 3, 2019 5:41 PM / Updated: Jun 03 2019, 05:50 PM IST
ভারত ছবি কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে। ক্যাট জানিয়েছেন, আলি আব্বাস জাফর ছবির স্ক্রিপ্ট পড়ে শোনানোর সঙ্গে সঙ্গেই তিনি রাজি হন। আলিকে তিনি বলেন, এটাই তাঁর লেখা সেরা স্ক্রিপট।
দর্শকদের ভালবাসার জন্যই তিনি কাজ করতে ভালবাসেন বলে জানিয়েছেন ক্যাটরিনা।
ক্যাটরিনা এক সাক্ষাৎকারে বলেন, তিনি আগের থেকে পরিণত হয়েছেন। আগের মতো শীলা কি জওয়ানি গানে এখন তিনি আর নাচেন না।
ক্যাটরিনাকে এখনও শুনতে হয় তিনি বহিরাগত কি না। ক্যাটরিনা বলেন, তিনি কোনও দিনই নিজেকে বহিরাগত ভাবেননি। তিনি বলেন যে, প্রযোজকরা তাঁকে এখন ভাল কাজ দিচ্ছেন তাই তিনি খুশি।
ক্যাটরিনাকে বার বার তাঁর হিন্দি উচ্চারণের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে। ক্যাট জানান, প্রতিটি ছবিতেই তাঁর জন্য এক জন করে হিন্দি শিক্ষক নিয়োগ করা করা হয়। তবে আগের থেকে যে তাঁর উচ্চারণ ভাল হয়েছে, সে ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
ক্যাট জানান সলমনকে দেখে শিখেছেন, কী ভাবে নিজের সমালোচনা শুনেও নির্লিপ্ত থাকতে হয়। আগে নিজের ব্যাপারে খারাপ কিছু পড়লে তাঁর খারাপ লাগত। কিন্তু এখন আর লাগে না।
ক্যাটরিনা জানিয়েছেন তাঁর অন্যতন গুণ হল, তিনি শীঘ্রই কিছু শিখে ফেলতে পারেন।
ক্যাটরিনা সম্প্রতি আর একটি ইন্টারভিউতে প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর সম্পর্কে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, রণবীরের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে তিনি ভেঙে পড়েছিলেন। মুভ অন করতে বেশ কষ্ট হয়েছিল।
কিন্তু তার পরে তিনি বুঝতে পারেন, নিজের ভাল থাকার সঙ্গে আপোশ করা মোটেই কাম্য নয়। নিজের ভাল থাকার চাবিকাঠি নিজের হাতেই রাখতে হবে। কে থাকল, কে ছেড়ে গেল তা দিয়ে চলবে না।
তবে তিনি যে এখনও রণবীর কাপুরকে বিশ্বাস করেন না, তা নেহা ধুপিয়ার চ্যাটশোয়ে এসে বলেন ক্যাটরিনা।