'নিজের মেয়ে না হলে পুজাকেই বিয়ে করতাম', ঠোঁটে চুমু খেয়ে এমনটাই জানিয়ে ছিলেন মহেশ

Published : Mar 17, 2020, 04:56 PM IST

বলিউডের আনাচে কানাচে ছড়িয়ে থাকা নানা গুঞ্জনের মধ্যে অন্যতম হল সম্পর্ক। বহু তারকাদের মধ্যে থাকা সম্পর্কের জল্পনা ঘিরে একাধিকবার তোলপার হয়েছে ভক্ত মহল। কিন্তু কোথাও গিয়ে যেন মহেশ ভাটের সঙ্গে পুজার সম্পর্ক মাত্রা ছাড়িয়েছিল সব কিছুরই।

PREV
110
'নিজের মেয়ে না হলে পুজাকেই বিয়ে করতাম', ঠোঁটে চুমু খেয়ে এমনটাই জানিয়ে ছিলেন মহেশ
বাবার সঙ্গে এ কোন দৃশ্যে ধরা দিলেন পুজা ভাট। এই ছবি ছড়িয়ে পড়া মাত্রই ভক্তদের মনে প্রশ্নের ঝড় উঠেছিল।
210
একটি ম্যাগাজিনের প্রথম পাতার জন্য তোলা হয়েছিল এই ছবি। সেখান থেকেই শুরু হয়েছিল মহেশ ভাটের সঙ্গে পুজার সম্পর্ক ঘিরে জল্পনা।
310
ম্যাগাজিনের কভার পাতায় ছবির সঙ্গে লেখা ছিল, পুজা যদি আমার মেয়ে না হত তাহলেন ওকে আমি বিয়ে করতাম।
410
মুহূর্তের মধ্যে ঝড় তুলেছিল এই মন্তব্য। এরপরই একাধিক খবর উঠে আসতে শুরু করে তাঁদের সম্পর্ককে ঘিরে।
510
পুজা ভাট কোনও দিনই মহেশ ভাটকে বাবা বলে ডাকতেন না। ভাট সাহব বলেই ডাকতেন তিনি।
610
মহেশ ভাট প্রকাশ্যেই জানিয়েছিলেন যেন তাঁর পুজার প্রতি এক অনুভূতি রয়েছে। পুজার ক্ষেত্রেও সমীকরণটা তেমনই ছিল।
710
এক সাক্ষাৎকারে পুজা জানান, যে তিনি রীতিমত হিংসা করতেন আলিয়ার মা সোনি রাজধানকে। যেন মনে হত তিনি তাঁর প্রতিযোগী, মহেশকে কাছ থেকে কেড়ে নিচ্ছেন।
810
পরবর্তীতে সেই ভূল ভাঙে পুজার। পুজার সঙ্গে বেশ কয়েকটি ছবির কাজও করেছেন মহেশভাট। তাঁদের মধ্যের রসায়নকে উষ্কে দিয়েই একাধিক মন্তব্য পুজার।
910
পরবর্তীতে তাঁর মা তাঁকে বোঝায় যে বাবার ওপর কিংবা সোনির ওপর রাগ নয়। তাঁর বাবার মনটা ভালো।
1010
সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে গুঁটিয়ে নিয়েছিলেন পুজা। তবে বর্তমানে আবারও এক ছবির কাজ নিয়ে একই জায়গায় হয়েছেন মহেশ ভাট ও পুজা। চলছে সড়ক ২ ছবির শ্যুটিং।
click me!

Recommended Stories