ফলে বোঝাই যায় যে প্রভাসের কথা অনুযায়ী তিনি অভিনয় ছাড়েননি। অনেকেরই ধারনা এই মন্তব্য করেছিলেন প্রভাস, হয় মজার ছলে, নয়তো অন্য প্রসঙ্গে কথা ঘুড়িয়ে দিতেই এমন কথা বলেছিলেন প্রভাস। তা স্পষ্ট না হলেও, এই জল্পনার অবসান ঘটতে সময় লাগেনি যে সুপারস্টার এখনও রয়েছেন বক্সঅভিনের ময়দানে।