অতিরিক্ত পা ফোলার কারণে হাঁটতে পারছেন না 'মম টু বি', গর্ভাবস্থায় এ কী হাল করিনার

অন্তঃসত্ত্বা করিনা কাপুর। আপাতত গর্ভাবস্থার পুরো সময়টাই চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরেও  তিনি শুটিং চালিয়ে গেছেন। আগামী বছরের শুরুতেই দ্বিতীয় সন্তান আসতে চলেছে পতৌদি পরিবারে। আপকামিং ছবি 'লাল সিং চাড্ডা'র শুটিংয়ের জন্যই ২৮ দিন পর দিল্লি  মুম্বই ফিরেছেন করিনা। সম্প্রতি গভীর রাতে ঢিলেঢালা পোশাকে দেখা গেছে করিনাকে , স্পষ্ট ফুটে উঠেছে বেবিবাম্প। গর্ভাবস্থার কারণে পা ফুলে গেছে করিনার, যার কারণেই হাঁটতে অসুবিধা হচ্ছে বেবোর।

Riya Das | Published : Nov 1, 2020 12:37 PM IST / Updated: Nov 01 2020, 06:08 PM IST
110
অতিরিক্ত পা ফোলার কারণে হাঁটতে পারছেন না 'মম টু বি', গর্ভাবস্থায় এ কী হাল করিনার

আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছেন বলিউডের স্টাইল আইকন করিনা কাপুর। প্রেগনেন্সি অবস্থাতেও স্টাইল আইকনের জুরি মেলা ভার।  

210


অন্তঃসত্ত্বা থাকাকালীন গভীর রাতে মা ববিতার সঙ্গে দেখা গিয়েছে করিনাকে। 

310


পরণে ঢিলেঢালা পোশাক, মাথায় গগলস পরে গভীর রাতে দেখা গেছে করিনাকে।

410


গর্ভাবস্থার কারণে পা ফুলে গেছে করিনার। যার কারণে হাঁটতে অসুবিধা হচ্ছে মম টু বি র।

510


কিন্তু নিজের স্বাস্থ্যের জন্য প্রতিদিন হাঁটতে বেরান করিনা। করোনার থেকে বাঁচতে মুখে মাস্ক পরেছেন অভিনেত্রী। 

610

বলি ডিভার গ্ল্যামার যেন আরও দ্বিগুন বেড়ে যায়। নো মেক আপ লুকেই বেশিরভাগ থাকতে পছন্দ করেন করিনা। 

710

অন্তঃসত্ত্বা  অবস্থাতেই ফোটোগ্রাফারদের উপেক্ষা না করে হাত নাড়াতে দেখা গেছে করিনাকে।

810

ছয় মাস প্রেগনেন্সি অবস্থাতেই পা ফুলে গেছে অভিনেত্রীর। চোখ মুখও অনেকটাই ফুলে গেছে বেবোর।

910

প্রেগনেন্সিতেও ঠিকরে বেরোচ্ছে গ্ল্যামার। সকলেই তার রূপে মুগ্ধ। বলিউডের গ্ল্যামার আইকন করিনা কাপুরের নজরকাড়া 'বেবিবাম্প ফ্লন্ট' মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

1010

অন্তঃসত্ত্বা অবস্থাতেই মায়ের হাতের ম্যাসাজ উপভোগ করছেন করিনা কাপুর খান।

Share this Photo Gallery
click me!

Latest Videos