Published : Jan 18, 2021, 06:15 PM ISTUpdated : Jan 18, 2021, 06:53 PM IST
হলিউডের প্রিয়ঙ্কা চোপড়া এবং বলিউডের প্রিয়ঙ্কা চোপড়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই দেশি গার্ল রাতারাতি আমেরিকান অ্যাক্সেন্টের পাশাপাশি পাশ্চাত্যের সমস্ত আদব কায়দা, সংস্কৃতি সবের সঙ্গেই মিলেমিশে একাকের প্রিয়ঙ্কা। সেই বলিউডের প্রিয়ঙ্কাকে এখন চেনা ভাড়। বিদেশি স্বামীকে পাশে পেয়ে দেশি গার্লের তকমাকে পিছনে ফেলে এসেছেন তিনি। হলিউড পদার্পণ করার পর তাঁর মধ্যে সবেচেয় বেশি বদল এসেছে পোশাক আশাকে।
হিপহপ, চিক ফ্যাশনে মত্ত হয়েছে প্রিয়ঙ্কা। ভারতীয় কিংবা বলিউডের ফ্যাশন ভুলে হলিউডের সাজগোজকে পুরোপুরি আপন করে নিয়েছিলেন তিনি।
28
যা হঠাৎ চোখে লাগতে শুরু করল ভারতীয় ভক্তদের। প্রিয়ঙ্কার অত্যন্ত খোলামেলা পোশাক তেমন হজম করে নিতে পারেনি তারা।
38
এক সময় নীল বিকিনিতে তাঁকে দেখে চোখ কপালে উঠেছিল সকলের। এমন নয়, যে প্রিয়ঙ্কাকে আগে বিকিনিতে দেখা যায়নি।
48
তবে এমন খোলামেলা অবস্থায়, প্রায় ম্যালফাংশনিং হওয়ার মত পরিস্থিতিতে প্রিয়ঙ্কাকে আগে দেখেনি ভারতীয় অনুরাগীরা।
58
গাঢ় নীল রঙের অফ শোল্ডার বিকিনি। স্যুইমিং পুল থেকে উঠে আসছেন লাস্যময়ী। সেখান থেকে উঠতে গিয়েই হল বিপত্তি। বিকিনির লোয়ার প্রায় খুলে আসছিল।
68
একটু উনিশ বিশ হলেই নিতম্ব বেরিয়ে আসত প্রিয়ঙ্কার। যা তিনি অবশ্য নিজেই টেনে ঠিক করে নিয়েছিলেন তৎক্ষণাৎ।
78
তবে ভুল সাইজের বিকিনি পরার কারণেই ভেজা গা থেকে বারে বারে সরে যাচ্ছিল তাঁর বিকিনির নীচের অংশ।
88
পাপারাৎজিদের ক্যামেরায় তাঁর শরীরী উষ্ণতা যেমন ধরা পড়েছে তেমনই ম্যালফাংশন ধরা পড়তেও বিন্দুমাত্র সময় লাগত না। তবে প্রিয়ঙ্কা নিজেকে সামলে নেওয়ার কারণেই সেই বিপদ আর ঘটেনি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।