ব্লাউজ-অন্তর্বাস ছাড়াই খোলা পিঠে হট-পোজ,প্রিয়ঙ্কার বক্ষযুগল ঢকল কেবলই ফিনফিনে একটি শাড়ি

Published : Mar 14, 2021, 11:35 AM IST

প্রিয়ঙ্কা চোপড়া মানেই হটনেটের ঝড়। তাঁর ইউনিক পোশাক থেকে শুরু করে খোলামেলা পোজ, সবই ভক্তদের নজর কাড়ে মুহূর্তে। কখনও সাহসী লুকে ভাইরাল, কখনই আবার আজব পোশাকে ট্রোলের শিকার, তবে পোশাক প্রসঙ্গে প্রিয়ঙ্কার নাম থাকাটা ভক্তদের কাছে খুবই ৃসাধারণ বিষয়। 

PREV
110
ব্লাউজ-অন্তর্বাস ছাড়াই খোলা পিঠে হট-পোজ,প্রিয়ঙ্কার বক্ষযুগল ঢকল কেবলই ফিনফিনে একটি শাড়ি

ওয়াড্রব ম্যালফ্যানশানই হোক বা কোনও ভাইরাল কস্টিউমে সমালোচনা, প্রিয়ঙ্কা একাধিকবার ট্রোলর মুখে পড়েছেন বরাবরই। 

210

তাঁর ফ্যাশন স্টেটমেন্ট একদিকে যেমন ঝড় তুলে বিনোদন জগতে, ঠিক তেমনই কড়া সমালোচনার সামনে হতে হয় জেরবার। 

310

কখনও কোনও ফ্যাশন ব়্যাম্প, কখনও আবার প্রমোশনে স্টেজে হাজিরা, প্রিয়ঙ্কা মানেই সেখানে থাকবে কিছু স্পেশাল টার্চ। 

410

একাধিক সাহসী ফোটটোশ্যুটে ধরা দেওয়া এই অভিনেত্রীর সব থেকে বড় ইউএসপি হল, তিনি বরাবরই নিজেকে ফিট-টু ফাইন রাখতেই পছন্দ করেন।

510

ফ্যাশনটা হত তাঁর কাছে এমন এক বিষয়, যা বহন করা ও উপস্থাপনার ওরই নির্ভরশীল। যদিও একাধিকবার পোশাক বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। 

610

কখনও ফ্রেমবন্দি হয় উন্মুক্ত ক্লিভেজ, কখনও আবার ভাইরাল হয়ে ওঠে প্রিয়ঙ্কার হট বিকিনি পোজ। 

710

কখনও আবার প্রকাশ্যে পোশাক ঠিক করার দৃশ্য হয়ে ওঠে ফ্রেমবন্দি। যা মুহূর্তে ঝড় তোলে নেটপাড়ায়। 

810

একবার এক ফোটোশ্যুটে হট পোজে ধরা দিতে তেমনই এক ছবি হয়েছিল ফ্রেমবন্দি। ষেখানে দেখা যায় প্রিয়ঙ্কাকে ব্লাউজ ছাড়াই শাড়ি পরতে। 

910

সেখানেই শেষ নয়, বক্ষযুগল ঢেকে রয়েছে কেবলই এক ফিনফিনে কাপর। হটনেসের পারদ তুঙ্গে তুলেছিল এই ছবি। 

1010

প্রিয়ঙ্কার এই ছবি ভাইরাল হয়ে ওঠার পর থেকেই তাকে ট্রোলের মুখেও পড়তে হয়। যদিও প্রিয়ঙ্কার গর্জিয়াস লুক হুঁশ উড়িয়েছিল সকলের। 

click me!

Recommended Stories