প্রিয়ঙ্কা চোপড়া মানেই হটনেটের ঝড়। তাঁর ইউনিক পোশাক থেকে শুরু করে খোলামেলা পোজ, সবই ভক্তদের নজর কাড়ে মুহূর্তে। কখনও সাহসী লুকে ভাইরাল, কখনই আবার আজব পোশাকে ট্রোলের শিকার, তবে পোশাক প্রসঙ্গে প্রিয়ঙ্কার নাম থাকাটা ভক্তদের কাছে খুবই ৃসাধারণ বিষয়।
তাঁর ফ্যাশন স্টেটমেন্ট একদিকে যেমন ঝড় তুলে বিনোদন জগতে, ঠিক তেমনই কড়া সমালোচনার সামনে হতে হয় জেরবার।
310
কখনও কোনও ফ্যাশন ব়্যাম্প, কখনও আবার প্রমোশনে স্টেজে হাজিরা, প্রিয়ঙ্কা মানেই সেখানে থাকবে কিছু স্পেশাল টার্চ।
410
একাধিক সাহসী ফোটটোশ্যুটে ধরা দেওয়া এই অভিনেত্রীর সব থেকে বড় ইউএসপি হল, তিনি বরাবরই নিজেকে ফিট-টু ফাইন রাখতেই পছন্দ করেন।
510
ফ্যাশনটা হত তাঁর কাছে এমন এক বিষয়, যা বহন করা ও উপস্থাপনার ওরই নির্ভরশীল। যদিও একাধিকবার পোশাক বিতর্কে জড়িয়েছে তাঁর নাম।
610
কখনও ফ্রেমবন্দি হয় উন্মুক্ত ক্লিভেজ, কখনও আবার ভাইরাল হয়ে ওঠে প্রিয়ঙ্কার হট বিকিনি পোজ।
710
কখনও আবার প্রকাশ্যে পোশাক ঠিক করার দৃশ্য হয়ে ওঠে ফ্রেমবন্দি। যা মুহূর্তে ঝড় তোলে নেটপাড়ায়।
810
একবার এক ফোটোশ্যুটে হট পোজে ধরা দিতে তেমনই এক ছবি হয়েছিল ফ্রেমবন্দি। ষেখানে দেখা যায় প্রিয়ঙ্কাকে ব্লাউজ ছাড়াই শাড়ি পরতে।
910
সেখানেই শেষ নয়, বক্ষযুগল ঢেকে রয়েছে কেবলই এক ফিনফিনে কাপর। হটনেসের পারদ তুঙ্গে তুলেছিল এই ছবি।
1010
প্রিয়ঙ্কার এই ছবি ভাইরাল হয়ে ওঠার পর থেকেই তাকে ট্রোলের মুখেও পড়তে হয়। যদিও প্রিয়ঙ্কার গর্জিয়াস লুক হুঁশ উড়িয়েছিল সকলের।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।