নিকের (Nick Jonas) মতে, স্বামী-স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক থাক উচিত, যেখানে একে অপরকে বিনা বন্ধন ছাড়াই ভালবাসা যায়। প্রিয়ঙ্কার (Priyanka Chopra) মতে, প্রতিটি স্ত্রীই তার স্বামীর থেকে এরকম কিছু চান। যদি এটা অদ্ভুত লাগলেও এটাই সত্যি। পারফেক্ট লুকে নয়, বরং খানিক অগোছালো লুকেই নিক প্রিয়ঙ্কাকে দেখতে চাই, এবং শুধু দেখা নয়, হা করে তাকিয়ে থাকে।