বিটাউনে প্রিয়ঙ্কার কড়া বার্তা, শর্ত মানতে নারাজ টিনসেল টাউন পিগি টপসকে দেখিয়ে ছিল বেড়িয়ে যাওয়ার রাস্তা

Published : Feb 12, 2021, 09:23 AM IST

প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, বরাবরই ছক ভাঙার গল্প বলে থাকেন। তাঁর কেরিয়ার গ্রাফেও সেই একই ধাঁচ বারে বারে চোখে পড়ে। কখনও সামনে উঠে আসে তাঁর ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়, কখনও তাঁর কেরিয়ারের নয়া মোড়। সম্প্রতি প্রকাশ্যে আসা প্রিয়ঙ্কার বইয়ে তেমনই এক এক ধাপ তুলে ধরেছেন অভিনেত্রী। 

PREV
19
বিটাউনে প্রিয়ঙ্কার কড়া বার্তা, শর্ত মানতে নারাজ টিনসেল টাউন পিগি টপসকে দেখিয়ে ছিল বেড়িয়ে যাওয়ার রাস্তা

সবে মাত্র জীবনের অর্ধেক পথই চলা হয়েছে। সেই পথচলার নানান ওঠা পড়ার অভিজ্ঞতাকে বইয়ের আকারে ভক্তদের সামনে তুলে ধরলেন প্রিয়ঙ্কা। 

29

বইয়ের নাম আনফিনিস্ড। এই বইতেই একাধিক অধ্যায়ে ধরা পড়েছে প্রিয়ঙ্কার জীবনের গল্প, কখনও বলিউডে কাটানো সেরা মুহূর্তেরা পাতায় পাতায় জায়গা করেছে। 

39

ঠিক একই ভাবে তাঁর জীবনে কাটানো চরম অধ্যায়গুলো ঝড় তুলেছে মাঝে মধ্যেই। বই মুক্তির আগের রাতে মুখবন্ধ নিজেই পড়েছিলেন প্রিয়ঙ্কা। 

49

ভাষাজ্ঞান শব্দের দক্ষতার পাশাপাশি তাঁর লেখনীর তারিফ হয়েছে দিকে দিকে। প্রিয়ঙ্কার ভক্তদের কাছে এখন তিনি এক খোলা বই। 

59

যার ফলে বাদ থাকল না কোনও অধ্যায়ই। প্রতিটা পদে পদে ধরা পড়ল প্রিয়ঙ্কার ট্রাগেলের দিনগুলোর কথা। 

69

সেখানেই তিনি তুলে ধরলেন, বলিউড যখন তাঁকে বেড়িয়ে যাওয়ার পথ দেখিয়েছিল। কেন আলাদা পারিশ্রমিক অভিনেতা-অভিনেত্রীর!

79

এই প্রশ্ন প্রথম তুলেছিলেন তিনি। পারিশ্রমিক হবে দক্ষতা, যোগ্যতা ও পরিশ্রম অনুযায়ী। তা মেনে নিতে নারাজ ছিলেন প্রিয়ঙ্কা। 

89

সেই সুবাদেই শুরু হয় প্রিয়ঙ্কার সঙ্গে বলিউডের বিবাদ। রীতিমত তাঁকে বলা হয় ছবি করা ছেড়ে দিতে। এমনই নানা কাহিনি প্রিয়ঙঅকা তুলে ধরেছেন তাঁর বইয়ের পাতায়। 
 

99

এর পাশাপাশি পড়ুয়াদেরও সতর্ক হতে হবে। বন্ধুদের সঙ্গে এক জায়গায় বসে কথা বলা গল্প করা আর নয়। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories