প্রেমপর্ব থেকে রূপকথার বিবাহ, বিলাসবহুল জীবপযাপন দেখলে অনেকেরই চোখ কপালে উঠবে। ২০১৬ সালেই মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথোপকথন শুরু প্রিয়ঙ্কার।বি-টাউনের পাশাপাশি হলিউডেও বেশ পরিচিতি রয়েছে এই কাপলের। নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে সর্বদাই লাইমলাইটে প্রিয়ঙ্কা। জানেন কি, চুম্বন না সঙ্গম, কিসের নেশায় আসক্ত নিক জোনাস, ফাঁস করলেন প্রিয়ঙ্কা। সেই দুঃখ-হতাশা আজও তাড়িয়ে বেড়ায় নিককে।