তবে শুধু লাল নয়, উন্মুক্ত বক্ষ-বিভাজিকার কালো পোশাকে তিনি যেন প্রজাপতির মতোই সুন্দর। লো ডিপ নেকে প্রিয়ঙ্কার বোল্ড অবতার মুহূর্তে ভাইরাল। অনুষ্ঠানের প্রথম দিন ছিল ১০ এপ্রিল। মূল অনুষ্ঠান ছিল ১১ এপ্রিল। নাচ-গান-পুরস্কার বিতরণ সব মিলিয়ে জমজমাট বাফতার আসর।