প্রিয়ঙ্কা লিখেছেন, 'লন্ডনে থেকে পরিবার এবং বন্ধুদের থেকে শুনতে পাচ্ছি ভারতের মহামারির কথা। যেখানে হাসপাতালে বেডের অভাব,অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে, নেই অ্যাম্বুলেন্স, শ্মশান পরিণত হয়েছে গণ-শ্মশান'। এহেন রক্তাক্ত পরিস্থিতিতে পাশে থাকার করুণ আর্জি জানিয়েছেন প্রিয়ঙ্কা।