টনক নড়েছে প্রিয়ঙ্কার, করোনার তহবিল গড়ে বিশ্ববাসীর কাছে কী অনুদান করলেন 'দেশি গার্ল'

করোনা মহামারীর আকার ধারণ করেছে গোটা বিশ্বে। বলিউড একের পর এক অভিনেতা করোনায় আক্রান্ত।  এতদিনে যেন টনক নড়েছে দেশি গার্ল প্রিয়ঙ্কা। বলিউডের গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া ভয়ঙ্কর পরিস্থিতির কথা মাথায় রেখে বিশ্ববাসীকে ভারতীয়দের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। বিদেশে থেকেই সাহায্য়ের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।
 

Riya Das | Published : Apr 29, 2021 6:39 AM IST
19
টনক নড়েছে প্রিয়ঙ্কার,  করোনার তহবিল গড়ে বিশ্ববাসীর কাছে কী অনুদান করলেন 'দেশি গার্ল'

গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া সর্বদাই খবরের শিরোনামে। সাহসী পোশাকে যেন তুড়ি মেড়ে অনেককেই পিছেনে ফেলে দেন প্রিয়ঙ্কা চোপড়া।

29

করোনা মহামারীর আকার ধারণ করেছে গোটা বিশ্বে। বলিউড একের পর এক অভিনেতা করোনায় আক্রান্ত।  এতদিনে যেন টনক নড়েছে দেশি গার্ল প্রিয়ঙ্কা। 
 

39

বলিউডের গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া ভয়ঙ্কর পরিস্থিতির কথা মাথায় রেখে বিশ্ববাসীকে ভারতীয়দের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। 

49


লন্ডনে থেকেই সাহায্য়ের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি ইনস্টা পোস্টেই সকলের উদ্দেশ্যে কাতর আর্জি জানিয়েছেন প্রিয়ঙ্কা।

59

প্রিয়ঙ্কা লিখেছেন, 'লন্ডনে থেকে পরিবার এবং বন্ধুদের থেকে শুনতে পাচ্ছি ভারতের মহামারির কথা। যেখানে হাসপাতালে বেডের অভাব,অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে, নেই অ্যাম্বুলেন্স, শ্মশান পরিণত হয়েছে গণ-শ্মশান'। এহেন রক্তাক্ত পরিস্থিতিতে  পাশে থাকার করুণ আর্জি জানিয়েছেন প্রিয়ঙ্কা।

69

ইতিমধ্যেই  করোনার বিরুদ্ধে কঠিন লড়াইয়ে তহবিল গড়েছেন প্রিয়ঙ্কা। এবং সকলকেই অনুদানের আর্জি জানিয়েছেন। 

79

প্রিয়ঙ্কা ও নিক ইতিমধ্যেই অনুদান করেছেন এবং তা চালিয়ে যাবেন। কিন্তু সবাই যেন ভারতের ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভেবেই সাহায্যের হাত বাড়িয়ে দেন, তারই আবেদন জানিয়েছেন পিগি চপস।

89

 অভিনেত্রী-গায়িকা-প্রযোজকের পর লেখিকা প্রিয়ঙ্কা চোপড়া।  সম্প্রতি  নিজের আত্মজীবনী 'আনফিনিশড' -এ জীবনে নানা অভিজ্ঞতাকে তুলে ধরছেন প্রিয়ঙ্কা চোপড়া।

99

তবে শুধু বি-টাউনই নয়, হলিউডেও বেশ পরিচিত বলিউডের দেশি গার্ল। খুব অল্প সময়ের মধ্যেই নিজের নাম,খ্যাতি অর্জন করে নিয়েছেন প্রিয়ঙ্কা।  
 

Share this Photo Gallery
click me!

Latest Videos