এর পরের কাহিনী তো আপনারা সকলেই জানেন। দিলতো পাগাল হ্যায়, পারদেস, কুছ কুছ হোতা হে, বাদশা, মহাবেতে, দেবদাস এর মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। এখনো পর্যন্ত শাহরুখ প্রায় ৯৪ টির মতো সিনেমা করেছেন। শুধু ৯০ বা ২০০০ এর দশকে নয় বর্তমানেও সমান ভাবে জনপ্রিয়। বিগত কয়েক বছরের তাঁর ছবিগুলির মধ্যে রেইজ, চেন্নাই এক্সপ্রেস, রাওয়ান বিশেষভাবে উল্লেখযোগ্য।