'সন্তান নিয়ে কী প্ল্যানিং, কবে মা হচ্ছেন প্রিয়ঙ্কা', ওপেরা'র প্রশ্নের জবাবে বিস্ফোরক দেশি গার্ল

বর্তমানে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া। যিনি শুধু বলিউডে নয়, হলিউডেও নিজের কাজের প্রশংসা কুড়িয়েছেন। মেগান মার্কেলের পর প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের ওপেরা উইনফ্রে-র টক শো-তে অংশ নেওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ঐশ্বর্য রাই বচ্চনের পর দ্বিতীয় ভারতীয় নায়িকা হিসেবে এই শো -এ অংশ হচ্ছেন দেশি গার্ল। ওপেরার শো মানেই একগুচ্ছ প্রশ্ন, এবার সন্তান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রিয়ঙ্কার নানান দিক তুলে ধরলেন উনফ্রে। প্রথম প্রোমোতেই বিস্ফোরক ঝাঁঝানো উত্তর দিয়ে নেটিজেনদের নজরে প্রিয়ঙ্কা চোপড়া।

Riya Das | Published : Mar 18, 2021 2:08 PM
19
'সন্তান নিয়ে কী প্ল্যানিং, কবে মা হচ্ছেন প্রিয়ঙ্কা', ওপেরা'র প্রশ্নের জবাবে বিস্ফোরক দেশি গার্ল

মেগান মার্কেলের বিতর্কিত সাক্ষাৎকারের জেরে এখন গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন সঞ্চালিকা ওপেরা উনফ্রে-র টক শো। এবার আসন্ন এপিসোডের অতিথি হিসেবে হাজির হতে চলেছেন প্রিয়ঙ্কা।

29

ঐশ্বর্য রাই বচ্চনের পর দ্বিতীয় ভারতীয় নায়িকা হিসেবে এই শো -এ অংশ হচ্ছেন দেশি গার্ল। ওপেরার শো মানেই একগুচ্ছ প্রশ্ন, এবার সন্তান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রিয়ঙ্কার নানান দিক তুলে ধরলেন উনফ্রে। 

39


 বিয়ের ২ বছর পার করেছেন নিক-প্রিয়ঙ্কা জুটি। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি নতুন অতিথি আসতে চলেছে নিক-প্রিয়ঙ্কার জীবনে। 

49

সত্যিই কি জোনাস পরিবারে ছোট্ট খুদে আসতে চলেছে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বি-টাউনে। এর মধ্যেই প্রথম প্রোমোতে বিস্ফোরক ঝাঁঝানো উত্তর দিয়ে বোমা ফাটালেন প্রিয়ঙ্কা চোপড়া।

59

বৃহস্পতিবার প্রকাশ্যে এল ওপেরার শো-এর প্রিয়ঙ্কার এপিসোডের প্রথম ঝলক। যেখানে মূলত প্রিয়ঙ্কার আত্মজীবনী নিয়ে নানা তথ্য তুলে ধরা হল চর্চার বিষয় হিসেবে।

69

কী কারণে এত জলদি নিজের আত্মজীবনী লিখে  ফেললেন প্রিয়ঙ্কা, করোনার কারণে ঘরবন্দি থাকাই কি আনফিনিসড লেখার একমাত্র কারণ, সমস্ত প্রশ্নই তুলে ধরেন ওপেরা।

79

উল্লেখ্য মাত্র ৩৮ বছর বয়সে নিজের আত্মজীবনী  আনফিনিসড লিখে হৈ চৈ ফেলে দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।  দীর্ঘ ২০ বছরের পেশাদার জীবন এবং ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়ার অজানা গল্প উঠে এসেছে।

89

সন্তান নিয়ে কী ভাবছেন নিক-প্রিয়ঙ্কা, এই নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হয়েছেন ওপেরা-প্রিয়ঙ্কা। ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ঝাঁঝালো উত্তর দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন প্রিয়ঙ্কা।
 

99

ডিসকভারি প্লাস ইন্ডিয়ায় আগামী ২৪ মার্চ সম্প্রচারিত হবে সুপার সোল-এর প্রথম এপিসোড, যেখানে ওপেরার মুখোমুখি হচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos