বিগ বস-এ সকলকে তাক লাগিয়ে রাধে মা, পারিশ্রমিকে পাল্লা দিচ্ছেন বাঘাবাঘা স্টারদের

Published : Oct 01, 2020, 04:41 PM IST

বিগ বস, জনপ্রিয় এই ধারাবাহিকের সম্প্রচার শুরু চলতি সপ্তাহ থেকেই। তারই মাঝে একাধিক খবর ভাইরাল ভাইজানের অন্দরমহলের একাধিক খবর। এরই মাঝে ঝড় তুলে আবারও বিগ বসকে শিরোনামে আনলেন রাধে মা।   

PREV
18
বিগ বস-এ সকলকে তাক লাগিয়ে রাধে মা, পারিশ্রমিকে পাল্লা দিচ্ছেন বাঘাবাঘা স্টারদের

বিগ বসের ঘরে এবার রাধে মায়ের প্রবেশ। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে প্রথম পর্বের ট্রেলার। 

28

সেখানেই দেখা যায় বিগ বসের ঘরে ঢুকছেন রাধে মা। এই ভিডিও মুহূর্তে হয়ে ওঠে ভাইরাল। 

38

রাধে মা হলেন একজন স্বঘোষিত গুরু মা, যিনি নিজেরে দেবী দূর্গা বলে দাবী করেন। 

48

এবার তিনিই গেলেন বিগ বসের ঘরে। সেখানেই নয়া ভূমিকাতে গুরুমাকে পেয়ে বাকি প্রতিযোগীদের ঠিক কেমন পরিস্থিতি হয়, তাই এখন দেখার অপেক্ষা।

58

লকডাউন থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল বিগ বসের নতুন সিজন। লকডাউনের মাঝেই প্রমোশ্যুট করেছিলেন সলমন। 

68

এবার সেই ধারাবাহিকই সম্প্রচারিত হতে চলেছে চলতি সপ্তাহে। তার আগেই ভাইরাল রাধে মা। 

78

বিগ বসে আসার জন্য প্রতি সপ্তাহে কত টাকা করে নিচ্ছেন রাধে মা! শুনলে এক কথায় অনেকেই চমকে যাবেন। 

88

সপ্তাহ পিছু ২৫ লক্ষ্য টাকা নিচ্ছেন তিনি। যা চলতি সিজনে সব থেকে বেশি পারিশ্রমিক নিচ্ছেন তিনিই। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories