দত্তক নেওয়া সন্তান ছিলেন রাজেশ খান্না, শেষ জীবনে একাকিত্ব, বিষণ্ণতায় ভরা সুপারস্টারের জীবন

রাজেশ খান্না, বলিউডের প্রথম সুপারস্টার। সেই রূপ, ক্যারিজমা, চার্ম যেন আর ফিরে আসার নয়। অ্যাংরি ইয়ং ম্যান তালিকা থেকে হাটকে, নিজের সফ্ট স্পোকেন চার্ম দিয়েই জিতেছিলেন অসংখ্য মানুষের মন। নন ফিল্মি পরিবার থেকে এসে নিজের দমে বলিউডে নাম করেছিলেন রাজেশ খান্না। বলিউডের প্রথম সুপারস্টার হিসেবে তাঁকেই চিনল দেশবাসী। তৈরি হয়েছিল সাংঘাতিক ভক্তমহল। তবে রাজেশ খান্নার জীবন জুড়ে কেবল জনপ্রিয়তাই ছিল না। 

Adrika Das | Published : Dec 29, 2020 9:58 AM IST / Updated: Dec 29 2020, 05:22 PM IST
110
দত্তক নেওয়া সন্তান ছিলেন রাজেশ খান্না, শেষ জীবনে একাকিত্ব, বিষণ্ণতায় ভরা সুপারস্টারের জীবন

যতীন খান্না নামই ছিল তাঁর প্রথম পরিচয়। নিজের মা-বাবার কাছে বড় হয়ে ওঠার সুযোগও পাননি তিনি। 

210

তাঁর বাবা লালা হিরানন্দ খান্না একজন হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। মায়ের নাম ছিল চন্দ্রাণী খান্না। 

310

তবে রাজেশ খান্নাকে দত্তক নেয় তাঁরই আত্মীয় চূণীলাল খান্না এবং লীলাবতী খান্না। 

410

তাদের কাছে বড় হন রাজেশ। সেখান থেকেই কি শুরু হয়েছিল যতীনের লড়াই। সেন্ট সেবাস্টিয়ান গোন হাইস্কুলে বন্ধুত্ব হয় রবি কাপুরের সঙ্গে।

510

যাঁকে এখন দেশাবাসী নায়ক জিতেন্দ্র নামে চেনে। স্কুল কলেজে পড়াকালীন শুরু হয় তাঁর থিয়েটারের যাত্রা। যতীন নামটি মুছে ফেলে উঠে এল রাজেশ খান্না। 

610

থিয়েটারের মঞ্চে একের পর এক মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মত অভিনয় তাঁর। তারপরই অনেকটা পথ হেঁটে 'আখরি খত'র হাত ধরে ডেবিউ। 

710

খুব কম সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন বড় তারকা। বলিউডে শিখল এক নতুন শব্দ, দেখল এক নতুন মুখ, জন্ম হল সুপারস্টারের। 

810

তবে এই স্টারডম বেশিদিন থাকল না তাঁর পাশে। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেলেও ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সর্বদা একা। 

910


স্ত্রী ডিম্পলের সঙ্গে মান অভিমানের পালা ছিল অন্তহীন। সন্তানদের সঙ্গেও সম্পর্কের টানাপোড়েন।

1010

জীবনের শেষ দিনগুলি প্রকান্ড বাড়িতে একাই কাটাতেন রাজেশ খান্না। বলিউডের প্রথম সুপারস্টারের জীবন যে কেবল গ্ল্যামার, জনপ্রিয়তা, রঙীন হয় না তা বারে বারে মনে করিয়ে দেন রাজেশ খান্না। 

Share this Photo Gallery
click me!

Latest Videos