রাকুল প্রীত সিং, ইতিমধ্যেই একাধিক কারণে তিনি খবরের শিরোনামে নাম লিখিয়েছেন। দক্ষিণী ছবি থেকে শুরু করে বলিউড, একের পর এক ছবিতে নিজের হটনেস ফ্রেমবন্দি করে দর্শকদের মনে ঝড় তুলেছেন তিনি। তবে এখনও কেন সিঙ্গল! কেন মিলছে না মনের মত কোনও রাজপুত্র।
সেলেব মানেই হটলুক অবতারে স্টানিং পোজে ভক্ত মনে ঝড় তোলা। সেই তালিকা থেকে বাদ পড়েন না রাকুল প্রীতও।
211
সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। যার ফলে তিনিও মাঝে মধ্যেই ভক্তমনে ঝড় তুলতে নানা ছবি পোস্ট করে থাকেন।
311
একাধিক হটপোজে উষ্ণতার পারদ তুঙ্গে করেও এখনও কেন সিঙ্গল রাকুল, কেন মিলছে না মনের মত পাত্র!
411
মডেলিং তথা অভিনয়, দুই ব্যালন্স করে চালাচ্ছেন রাকুল প্রীত। তবে তাঁর জীবনে রোম্যান্সে রয়েছে বেশ সমস্যা।
511
দে দে পেয়ার দে ছবিতে তিনি বলিউডের পর্দায় ঝড় তোলেন। যেখানে তাঁকে দেখা যায় তিনি অজয় দেবগণের সঙ্গে রোম্যান্স করছেন।
611
এরপরই রাকুলের লাভ লাইফ যায় পাল্টে। এক সাক্ষাৎকারে তেমনটাই জানান রাকুল।
711
মনের মত কোনও রাজপুত্র নয়, বাবার বয়সী ৫০ বছর পেরিয়ে যাওয়া পুরুষরাই এখন চাইছেন রাকুলকে।
811
তাঁরাই প্রপোজ করে থাকেন অভিনেত্রীকে। নিজে মুখেই তা স্বীকার করে নিয়েছিলেন রাকুল প্রীত।
911
যদিও তাঁর হটনেস নিয়ে কোনও দ্বিমত নেই ফ্যানেদের। কখনও অন্তর্বাসে মুক্ত ক্লিভেজের ঝড়ে কাবু।
1011
কখনও আবার অন্তর্বাস ছাড়াই খোলা বক্ষে ছবি তুলে লাইম লাইটে রাকুল। সাহসী লুকে ধরা দিয়েও মিলছে না মনের মানুষ।
1111
তেমনটাই খোলসা করে জানিয়েছিলেন, তিনি কেন এখনও পর্যন্ত প্রেম নিয়ে এগোতে পারছেন না।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।