'রামায়ণ' অভিনেতা-অভিনেত্রীদের ফের চিনে নিন, তিরিশ বছর পর কতখানি বদলালেন তাঁরা

রামায়ণের পনুঃসম্প্রচারের পর থেকেই ওয়েবের দুনিয়াকেও টিআরপির ক্ষেত্রে টক্কর দিচ্ছে এই পৌরাণিক ধারাবাহিক। গোটা ভারত ছেড়ে বিশ্বের মধ্যে টক্কর দিল রামায়ণ। এক দিনে ৭৭ মিলিয়ন ভিউজ নিয়ে বিশ্ব রেকর্ড গড়ল রামায়ণ। ছাপিয়ে গিয়েছে গেম অফ থ্রোনসকেও। লকডাউনের কারণে বহু পুরনো অনুষ্ঠান, ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট শুরু হয়েছে। সেখানে রামায়ণের ধারে কাছে নেই কোনও শো। নেটফ্লিক্স থেকে শুরু করে হটস্টার, অ্যামাজন প্রাইম সহ বহু অনলাইন অ্যাপকে ছাপিয়ে গেল দূরদর্শন। সেরার সেরা শিরোপা এখন দূরদর্শনের কাছে। নেপথ্যে রামায়ণ। লকডাউনের জেরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ফের প্রদর্শিত হয়েছে রামায়ণ, মহাভারত সহ আইকনিক কিছু ধারাবাহিক। 

Adrika Das | Published : May 17, 2020 2:48 PM IST

110
'রামায়ণ' অভিনেতা-অভিনেত্রীদের ফের চিনে নিন, তিরিশ বছর পর কতখানি বদলালেন তাঁরা

অরুন গোভিলঃ রামায়ণের রামের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

210

দীপিকা চিখালিয়াঃ সীতার ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল অভিনয় করতে। 

310

সুনীল লেহরিঃ লক্ষণের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় সুনীল লেহরিকে। আজ তেমন ছোটপর্দায় না দেখা যায় না তাঁকে।

410

দারা সিংঃ প্রয়াত অভিনেতা দারা সিং হনুমানের চরিত্রে অভিনয় করেছিলেন।

510

ললিতা পাওয়ারঃ মন্থরার চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল ললিতা পাওয়ারকে অভিনয় করতে।

610

অঞ্জলি বিয়াসঃ উর্মিলার ভূমিকায় অভিনয় করেছিলেন অঞ্জলি। এখন তাঁকে ছবিতে এবং ধারাবাহিকে দেখা যায়।

710

সুলক্ষণা ক্ষত্রিঃ মান্ডবীর চরিত্রে অভিনয় করেছিলেন সুলক্ষণা। এখন তাঁকে কিছু ছবি এবং ধারাবাহিকে দেখা যায়।

810

পদ্ম খান্নাঃ কৈকেয়ীর ভূমিকায় দেখা গিয়েছিল পদ্ম খান্নাকে। বিভিন্ন বলিউড ছবিতে কাজ করতে দেখা গিয়েছিল তাঁকে।

910

বাল ধুরিঃ দশরথের চরিত্রে অভিনয় করেছিলেন বাল ধুরি।

1010

অরবিন্দ ত্রিবেদিঃ রাবণের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন অরবিন্দ ত্রিবেদি।

Share this Photo Gallery
click me!
Recommended Photos