রণবীরের ঘোর অনিচ্ছা সত্ত্বেও করতে হয়েছিল এই কাজ, বাধ্য করেছিলেন করণ, বিস্ফোরক কাপুর-সন

Published : May 30, 2021, 08:52 AM IST

২০২০ শুরু থেকেই একাধিক বিপাকে নাম জড়িয়েছে করণ জোহারের। একের পর এক বিতর্কে কেবল তিনি। সেই আগুনে ঘি ঢেলে বিস্ফোরক রণবীর সামনে আসলেন একাধিক তথ্য, তিনি নাকি যেতেই চাননি কফি উইথ করণে, তাঁকে জোর করা হয়েছিল...

PREV
17
রণবীরের ঘোর অনিচ্ছা সত্ত্বেও করতে হয়েছিল এই কাজ, বাধ্য করেছিলেন করণ, বিস্ফোরক কাপুর-সন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই যেন করণ জোহার এক কথায় বলতে গেলে কোণ ঠাঁসা। নেপোটিজমের প্রসঙ্গ টেনে তাঁকে বয়কটের ডাকও উঠেছিল। 

27

কফি উইফ করণে সকলকে ডেকে যেভাবে হাসি ঠাট্টা চলে, তার তীব্র প্রতিবাদ করেন সকলে। আর সেই প্রসঙ্গেই মুখ খোলেন রণবীর কাপুর। 

37

তিনি সাফ জানান, তিনি ও অনুষ্কা স্থির করেছিলেন এই নিয়ে মুখ খুলবেন। ঠিক তেমন সময়ই তাঁকে জোর করা হয় কফি উইফ করণে যাওয়ার জন্য। 

 

47

যা মোটেও মন থেকে চাননি তিনি। এই নিয়ে প্রশ্ন করতেই বিস্ফোরক মন্তব্য করে বসেন রণবীর কাপুর। জানান কিছুই হয় না এই ধরনের শো-তে।  

 

57

কোনও গিফট হ্যাম্পরও পাওয়া যায় না। সব ফেক। এই মন্তব্য করার পর আরও একতবার বিতর্কের শীর্ষে উঠে আসে কফি উইথ করণ। 

67

এদিন সাফ জানিয়ে দেন রণবীর কাপুর, কোনও কিছুই পাওয়া যায় না, তিনি যেতেও চাননি। একপ্রকার তাঁকে জোর করা হয়েছিল। 

77

রণবীর সিং ও অর্জুন কাপুরের সঙ্গে এই অনুষ্ঠানে এসেছিলেন তিনি। মুহূর্তে যা হয়ে উঠেছিল ভাইরাল। 

click me!

Recommended Stories