প্রাক্তনের সঙ্গে বাড়ছে বন্ধুত্ব, 'মেনে নেব না', আলিয়ার দাবিতে বিরক্ত রণবীর

Published : Mar 30, 2020, 09:53 AM ISTUpdated : Mar 30, 2020, 09:55 AM IST

রণবীরকে নিয়ে অস্বস্তিতে রয়েছেন আলিয়া ভাট। একের পর এক সম্পর্ক ভেঙেছেন রণবীর, এবার কী তবে আলিয়ার পালা, এমন সন্দেহের বশেই রণবীরের ঘারে চেপে বসলেন আলিয়া। যার ফলে দমবন্ধ হয়ে আসার অবস্থা রণবীরের। এক সাক্ষাৎকারে খোলাখুলি জানালেন দুই তারকাই। 

PREV
110
প্রাক্তনের সঙ্গে বাড়ছে বন্ধুত্ব, 'মেনে নেব না', আলিয়ার দাবিতে বিরক্ত রণবীর
হট ও স্মার্ট লুকেই বাজিমাত। রণবীর কাপুর বলিউডে পা রাখার পর থেকেই জড়িয়ে পড়েছিলেন একাধিক সম্পর্কে।
210
যার মধ্যে অন্যতম হল দীপিকা পাদুকোনে। প্রেম তিনি অনেক করেছেন, কিন্তু দীপিকার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ বেশ খানিকটা ভিন্ন ছিল।
310
জীবনে এসেছিল ক্যাটরিনাও। বিয়েও ঠিক হয়ে গিয়েছিল তাঁর সঙ্গে। কিন্তু সেই সম্পর্কও টিকিয়ে রাখতে পারেননি রণবীর কাপুর।
410
আলিয়া ও ক্যাটরিনা খুব ভালো বন্ধ ছিলেন প্রথম থেকেই। তবে রণবীরের সঙ্গে সম্পর্কে আসার পর সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।
510
রণবীরের চরিত্র সম্পর্কে সকলেই আলিয়াকে সচেতন করেছেন একাধিকবার। একের পর এক ছবির শ্যুট থেকে শুরু করে একই সঙ্গে থাকা, নানা সময় নানা নায়িকাকে মনে জায়গা দিয়েছেন কাপুর পুত্র।
610
এই কারণেই দীপিকার বিয়েতে যাননি আলিয়া ভাট। দীপিকার সঙ্গে রণবীরের সম্পর্কটা ঠিক এখনও মেনে নেওয়া সম্ভব নয়।
710
এদিকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে রণবীরের সঙ্গে আবারও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন দীপিকা। দুজনের মধ্যে এই বেড়ে ওঠা সম্পর্কেতে সাফ না আলিয়ার।
810
শুধু তাই নয়, পাশাপাশি রণবীরের ব্যক্তিগত জীবনের সব সিদ্ধান্তই এখন নিয়ে থাকেন আলিয়া। তিনি কখন কোথায় যাবেন, কার সঙ্গে দেখা করবেন সবটাই স্থির করেন তিনি।
910
কোনও প্রাক্তন যোগাযোগ রাখুক রণবীরের সঙ্গে চান না আলিয়া। দিনের পর দিন বাড়ছে আলিয়ার সন্দেহ।
1010
অস্বস্তিতে পড়তে হয়েছে রণবীরকে। প্রকাশ্যেই এক সাক্ষাৎকারে জানালেন এই ব্যবহারে তিনি আলিয়ার ওপর বিরক্তি বোধ করেন।
click me!

Recommended Stories