রণবীর কাপুর মানেই রিল লাইফ ও রিয়েল লাইফে রোম্যান্সের ঝড়। একাধিক নায়িকার জীবনে ঝড় তুলেছিলেন তিনি। রণবীর কাপুরের জীবনে সঙ্গমের অভিজ্ঞতা ঠিক কেমন, তা নিয়ে খোলামেলা আলোচনায় যা বলেছিলেন রণবীর, তা শুনে অনেকেই অবাক। ছেড়ে কথা বলেননি তিনি করিশ্মার সতিনকেও।