সারা আলি খান, শ্রদ্ধা কাপুর সহ জানা যায় রকুল ও দীপিকার ও নাম। সামনে উঠে আসে একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজ।
28
যা ঘিরে সৃষ্টি হয় জল্পনা। তারকাদের অন্দরমহলের একাধিক কথোপকথন হয়ে ওঠে ফাঁস। কোপের মুখে পড়তে হয় সকলকেই।
38
শনিবারই জেরা করা হবে দীপিকাকে। সমন পেতেই তৎপর দীপিকা পাড়ুকোন। তিনিও বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে পৌছলেন। সঙ্গে রণবীর।
48
মাদকের সঙ্গে তাঁর কী যোগ তা খোলসা করতে তৎপর এনসিবি। বিভিন্ন মেসেজে তিনি হ্যাশ নিয়ে কথা বলেছেন, তার উত্তর দিতে হবে দীপিকাকে।
58
অন্যদিকে দীপিকাকে এনসিবির মুখে ঠেলে দিতে সাহস পাচ্ছেন না রণবীর সিং। বিমানবন্দরে দীপিকার সঙ্গে হাজির হলেন তিনিও।
68
এবার এনসিবিকে আবেদন করে রণবীর জানালেন জেরার সময় কী তিনি উপস্থিত থাকতে পারে! কারণ দীপিকা অ্যাংজাইটির রোগী।
78
শনিবারই এনসিবির দফতরে ডেকে পাঠানো হয়েছে দীপিকাকে, সেদিন দীপিকার সঙ্গে এনসিবিতে যেতে চান রণবীর সিং।
88
সূত্রের খবর, শুক্রবার এই দিকেই নজর দিয়েছেন রণবীর, দীপিকাকে প্রটেকশন দিতে ও তাঁর পাশে থাকতে তিনি এনসিবি-র দরজায় যেতেও রাজি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।