Baby Bump-কে ঢেকে নয়, ট্যাবু ভেঙে করিনাই কি সেরা Mom To be, কী বলছে বেগমের ছবি

করিনা কাপুর খান পটৌডি পরিবারের বউমা, এক ছেলের মা, আরও এক সন্তান রয়েছে তাঁর গর্ভে। তবুও বেবো আজও সকলের সেই প্যামপারড বেবি গার্ল। কারণ তাঁর বয়স হলেও ব্যক্তিত্বে নেই কোনও পরিবর্তন। বরং তিনি সেই ছোট থেকে নিজের ক্যানডিড ব্যক্তিত্ব আজও ধরে রেখেছেন। কেউ তাঁকে বলে মিন অর্থাৎ রূঢ় স্বভাবের। তবুও বেবোর ফ্যান ফলোয়িংয়ের সংখ্যা মোটেই কম নয়। তাঁকে এবং তাঁর ফ্যাশনকে মন প্রাণ দিয়ে ভালবাসে ভক্তরা। সেই ফ্যাশন নিয়ে নানা জায়গায় ফ্যাশানেবল মাম্মির তকমা পেয়েছেন আগেই। 

Adrika Das | Published : Dec 23, 2020 3:38 PM
120
Baby Bump-কে ঢেকে নয়, ট্যাবু ভেঙে করিনাই কি সেরা Mom To be, কী বলছে বেগমের ছবি

এবারও তার অন্যথা হল না। ফ্যাশনেবল মাম্মি এবার হয়ে উঠলেন ব়্যাভিশিং। চোখ ফেরানো যাচ্ছে না করিনার থেকে। 

220

করিনা কাপুর খান যে একটা আলাদা অ্যরা রয়েছে। যার ধারে কাছেও আসে না বলিউডের কোনও নায়িকা। 

320

করিনা কোনও ছবিতে অভিনয় করুক বা না করুক তিনি সর্বদা সংবাদ শিরোনামে বিরাজমান। 

420

বর্তমানে নিজের প্রেগনেন্সি ফ্যাশন তুঙ্গে তুলেই হেডলাইনে ঘুরে ফিরে বেড়াচ্ছেন মম টু বি করিনা। 

520

করিনার একের পর এক ছবি ভাইরাল হয়ে চলেছে নেটদুনিয়ায়। যেখানে বিভিন্ন পোশাকে দেখা যাচ্ছে তাঁকে।

620

বেবি বাম্প থাকলেই যে অতিরিক্ত বড় সাইজের পোশাক পরতে হবে এই ট্যাবুকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন করিনা। 

720

এবং অনেকেরই গোঁড়া মানসিকতার কারণে বেবিম বাম্প ঢেকে রাখতে হয় তারকাদের। 
 

820

তবে সেই গোঁড়া মানসিকতাকেই মুছে ফেলতে করিনার বিভিন্ন পদক্ষেপ অনুপ্রেরণা জুগিয়ে চলেছচে মহিলাদের। 

920

বেবি বাম্প থাকবে, গর্ভবস্থায় ওজনও বাড়বে, ত্বক ও শরীরের নানা পরিবর্তনও আসবে, তবে তাই বলে নিজেকে লুকিয়ে রাখার কোনও মানে নেই। 
 

1020

বরং সেই খুঁতগুলিই সুন্দর। সৌন্দর্যের রূপে সেগুলিই তুলে ধরা প্রয়োজন। গর্ভাবস্থায় সেই সবই করছেন করিনা। 
 

1120

করিনাকে কখনও বডিকনে, আবার কখনও প্রিন্টেড পোশাকে, আবার কখনও লং ড্রেসে দেখা গিয়েছে। 

1220

এই পোশাকগুলির সঙ্গে ছোট্ট হিল জুতোও যেমন পরছেন তেমন একেবারে ফ্ল্যাট চটি পরেও ঘুরেছেন তিনি। 

1320

অভিনেত্রী হলেই যে কেবল স্টিলেটোস পরেই ঘুরতে হবে এছাড়া গর্ভাবস্থায় বাড়ি থেকেই বেরনো যাবে না, এমনটা মোটেই আগে মানেননি করিনা। 

1420

এবারও তা মানবেন না। তিনি সর্বদাই নিজের মর্জির মালিক। তাঁৎ প্রত্যেক সাজগোজেই ধরা পড়ে তাঁর ব্যক্তিত্ব। 
 

1520

ক্যাজুয়াল স্টাইল হলেও ক্লাসি ব্যাপারটি থাকবেই করিনার স্টাইলে। যার কারণে তিনি বলিউডের বেবো। 

1620

করিনার বাড়ির পোশাকে পাপারাৎজিকে দেখে পোজ দিতে প্রস্তুত থাকেন সবসময়। 

1720

বাড়ির ঢলা পাজামা, সাধারণ চটি, মেসি বান, সঙ্গো নো মেকআপ। এই হল করিনার গো টু স্টাইল। 

1820

গর্ভাবস্থায় যে অভিনেত্রীকে বিনা মেকআপেও এমন গ্ল্যামারাস দেখাতে পারে তা হয়তো করিনাকে না দেখলে বিশ্বাসই করা যেত না। 

1920

অন্তঃসত্ত্বা অবস্থাতেই নিত্যদিন নিজের ফ্যাশন বদলানোর ক্ষমতা রাখেন করিনা। ইতিমধ্যেই তাঁর ফ্যাশন টিপস নোট করা শুরু হয়ে গিয়েছে মম টু বি-দের। 

2020

কীভাবে নিজের এই ক্লাসি অ্যাটিটিউড ধরে রাখেন করিনা, ভরা মাসেও টপ নচ ফ্যাশনে ক্রমাগত কীভাবে অনুপ্রেরণা জোগান সকলকে, সেই রহস্য একমাত্র করিনার কাছেই রয়েছে।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos