Published : Oct 01, 2020, 05:54 PM ISTUpdated : Oct 21, 2020, 06:04 PM IST
বেশ কয়েকবছর ধরে পর্দায় দেখা নেই রেখার। এবার সামনে এন নয়া তথ্য। মুহুর্তে ভাইরাল হয়ে উঠল তা নেট পাড়ায়। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এ কী শেয়ার করলেন রেখা...
সম্পর্ক নিয়ে খোলামেলা রেখা। প্রকাশ্যে একাধিক এমন কথাই বলে গেলেন যা শুরুতে চমকে দিতে পারে দর্শকদের।
28
সম্পর্ক, সেই সম্পর্কে থাকা অনুভূতি, সবই আমরা কানায় কানায় উপলব্ধি করি, কিন্তু তা মুখে আনার কী প্রয়োজন। এমন মন্তব্য করতেই পুরোনো স্মৃতি উষ্কে যায়।
38
কিন্তু এমন কথা কেন রেখার মুখে, টিভির পর্দায় কী তবে আত্মপ্রকাশ করতে চলেছেন রেখা।
48
নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় মুহূর্তে তা ভাইরাল হয়ে ওঠে। আসলে রেখা নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় গুম হ্যায় কিসিকে পেয়ার মে ধারাবাহিকের প্রচার করেন।
58
সেই ধারাবাহিকের কাহিনি তুলে ধরতেই রেখা কয়েক কলি গান নিজের কণ্ঠে গুণগুণ করতেই তা হয়ে ওঠে ভাইরাল।
68
সাধারণত তারকারা নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টিং এর জন্য মোটা অঙ্কের টাকা পেয়ে থাকে।
78
সেই তালিকাতে বহু আগেই নাম লিখিয়েছেন রেখা। তাঁর রোজগারের বেশ কিছুটা অংশ আসে এখান থেকেই।
88
যদিও এই ধারাবাহিকের কোনও অংশে তাঁকে দেখতে পাওয়া নিয়ে কোনও উল্লেখই করেননি তিনি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।