'ভালোবাসাটাই যথেষ্ট, জয়াকে কেন কষ্ট দেব', তবে কি অমিতাভের স্ত্রীর কথা ভেবেই সংসার করেননি রেখা

Published : Feb 07, 2021, 08:07 AM IST

অমিতাভ বচ্চন আর রেখার সম্পর্কের মধ্যে থাকা সমীকরণ কম বেশি সকলেরই জানা। এই জুটি একসময় চুটিয়ে প্রেম থেকে ছবি করেছে টিনসেল টাউনে। করা হয়নি শুধু সংসার। কারণ কী শুধুই জয়া! আজও প্রশ্ন থেকেই যায়। 

PREV
113
'ভালোবাসাটাই যথেষ্ট, জয়াকে কেন কষ্ট দেব', তবে কি অমিতাভের স্ত্রীর কথা ভেবেই সংসার করেননি রেখা

অমিতাভের সঙ্গে রেখার সঠিক সম্পর্কটা কেমন তা প্রশ্ন করতেই সব উত্তর দিয়েছিলেন রেখা।

213

অমিতাভের সঙ্গে রেখার চঠিক সম্পর্কটা কেমন তা প্রশ্ন করতেই সব উত্তর দিয়েছিলেন রেখা।

313

জয়া বচ্চন একদিন রেখাকে ডিনারে ডেকে জানিয়েছিলেন তার পরিবার আছে সম্মান আছে, তাই সে এই সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করতে চান না।

 

413

রেখা যেন তাদের জীবন থেকে সরে দাঁড়ায়। এ বিষয়ে বিন্দুমাত্র কর্ণপাত করেনি রেখা। বরং প্রকাশ করেছিলেন বিস্ফোরক মন্তব্য।

513

জানিয়েছিলেন তিনি অমিতাভকে ভালোবাসেন, অমিতাভ ও তাকে ভালোবাসে। তাহলে জয়াকে কেন কষ্ট দেওয়া।

613

এই মন্তব্য করার পরই ঝড় উঠে টিনসেল টাউনে। তবে কি জোর করে নিজেদের সম্পর্ক চেপে রাখার চেষ্টা করছেন এই জুটি।

713

জয়ার কথা ভেবেই কি আর সংসার করা হয়নি অমিতাভ-রেখার। রেখার মন্তব্যে অন্তত তেমনটাই ছিল স্পষ্ট।

813

তিনি আরও জানান, অমিতাভের একটা সম্মান আছে সেটা তিনি নষ্ট হতে দিতে চান না। তাদের মধ্যে থাকা ভালোবাসা টাই যথেষ্ট।

913

রেখার এই মন্তব্য ঘিরে কোন ভাবে মুখ খোলেনি অমিতাভ-জয়া। অমিতাভের এই নীরব থাকাটাই সকলে সম্মতি বলে ধরে নেয়।

 

1013

তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কের মোহো কাটিয়ে উঠেছেন বিগ বি। বর্তমানে তিনি নিজের সংসার ও পরিবার নিয়ে ব্যস্ত। 

1113

দীর্ঘদিন এর মাঝে রেখা নামটা আর ফিরে আসেনি। পরিস্থিতির জন্য এভাবে কি নিজেদের ভালোবাসা গলা টিপে মেরে ছিলেন এই জুটি।

1213

তা আজও টিনসেল টাউনের এক গোপন রহস্য। যা নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি কখনো।

 

1313

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories