রেখা ও অমিতাভ বচ্চনের সমীকরণ কম বেশি সকলেরই জানা। তাঁদের মধ্যে প্রেম-প্রণয় প্রকাশ্যে না হলেও তা প্রকট। ভক্তদের মনে এই জুটির জন্য জায়গা সর্বকালের। কিন্তু বাস্তব জীবনে একাধিক বিতর্ক সৃষ্টি করলেও তাঁরা আপাত দৃষ্টি একটা সময়ের পর নিজেদেরকে সরিয়ে নিয়েছিলেন বিভিন্ন জল্পনা থেকে। কিন্তু ভালোলাগাকে কী এতটাও সহজে গোপন করা যায়...
বয়স যতই জানান দিক, পরিস্থিতি যতই পাল্টে যাক, রেখা ও অমিতাভের মধ্যে থাকা সম্পর্ক ভোলার নয়। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তার ধরণ,কিন্তু কোথাও কি মনের কোণে আজও কিছু রয়ে গিয়েছে!
28
মানুষ অসাবধনাতেই এনের হাজার এক কথা বলে ফেলেন। আচরণ দিয়েই ফুঁটে ওঠে নানা ইঙ্গিত। তেমনই এক পরিস্থিতির শিকার হয়েছিলেন রেখা।