নতুন বছরে নতুন লুকে সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী, মুম্বইয়ে খুঁজছেন নয়া ঠিকানা

Published : Jan 03, 2021, 04:24 PM IST

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সংবাদ শিরোনামে ছিল অনেকজন বলিউড তারকার নাম। তবে যে নামটি অন্যতম ছিল তা হল রিয়া চক্রবর্তী। বলিউড এই অভিনেত্রী ছিলেন সুশান্তের প্রেমিকা। গোল্ড ডিগার, সুশান্তের মৃত্যুতে কারসাজি, সুশান্তকে মাদক দেওয়া, মহেশ ভাটের সঙ্গে অবৈধ সম্পর্ক, এই সমস্ত অভিযোগে ভরে গিয়েছিল তাঁর জীবন। সুশান্তের মৃত্যুর তিন মাস পর কয়েকটি সাক্ষাৎকারে তাঁর উপর আসা সমস্ত অভিযোগ অস্বীকার করলে সেই নিয়েও কুমন্তব্যের শিকার হতে হয় তাঁকে। তারপরই মাদকযোগে তাঁকে এবং তাঁর ভাই শৌভিককে গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। 

PREV
18
নতুন বছরে নতুন লুকে সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী, মুম্বইয়ে খুঁজছেন নয়া ঠিকানা

সমস্ত খবরই এখন অতীত। নতুন বছরে অবশেষে জনসমক্ষে এলেন রিয়া। সঙ্গে ছিলেন তাঁর ভাই শৌভিকও। 

28

নতুন লুকে দেখা গিয়েছে তাঁকে। চুল কালার করা, শীতের পোশাকে ধরা দিলেন তিনি। তবে পাপারাৎজির দিকে ঘুরেও তাকালেন না।

38

কমপ্লেক্সের গেট থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে গেলেন তিনি। সূত্রের খবর, নতুন ঠিকানা খুঁজছেন তাঁরা। 
 

48

বান্দ্রার যে বাড়িতে তাঁরা থাকতেন সেখানে হঠাৎ কীসের সমস্যা হল যে নতুন বাড়ির ঠিকানায় বেরিয়ে পরলেন তিনি। 

58

গোলাপি রঙের স্যোয়েটশার্ট, মুখে নেই এক চিলতেও মেকআপ। চুলে ও মাস্কেই ঢেকে গিয়েছে চেহারার অর্ধেকাংশ। 

68

সেই অবস্থাতেই তড়িঘড়ি গাড়িতে উঠে পড়লেন তিনি। শৌভিকও ক্যামেরার দিকে তাকাননি। ছবির জন্য পোজ না দিয়েও সটান গাড়িতে। 

78

সুশান্তের মৃত্যুর পর তাঁদেরই জীবন যে সবচেয়ে বেশি দুর্বিসহ হয়ে উঠেছে, এই বিষয় কোনও সন্দেহ নেই। 

88

কোনও ছবির প্রস্তাবও নেই রিয়ার কাছে বর্তমানে। এখন মুম্বইতেই নতুন বাড়ির খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। 

click me!

Recommended Stories