তদন্তের শেষ সাতদিন। একের পর এক ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি করতে থাকে মাদক চক্রের ফাঁদ। গত সপ্তাহের শুরুতেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন রিয়া চক্রবর্তী, জানিয়েছিলেন তিনি মাদন সেবন করেন না। কিন্তু সপ্তাহের শেষেই বদলে গেল ছবি। ইতিমধ্যেই গ্রেফতার সৌভিক, বাজেয়াপ্ত করা হয়েছে ফোন, সেখান থেকেই এবার চাঞ্চল্যকর তথ্য হাতে পেল এনসিবি।
সৌভিকের বয়ান অনুযায়ী রিয়ার কথাতেই তিনি এই কাজ গুলো করেছেন। এমন কী সৌভিকের ফোন থেকে পাওয়া গিয়েছে ১৪ জন বলিউড স্টারেদের নাম।
711
তা নিয়ে এখনই বিস্তারিত তথ্য সামনে আনতে নারাজ এনসিবি। তাদের মতে, এখনও ক্ষতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িত মাথায় খোঁজ করছেন তারা।
811
যদিও এনসিবির পক্ষ থেকে জানানো হয়নি যে রবিবার রিয়াকে সমন পাঠানো হবে কি না, তবে সৌভিকের সময়ও এই বিষয়টি গোপন করেছিলেন কেন্দ্রিয় সংস্থা।
911
সৌভিক নিয়েছে দিদির নাম, ফলে এবার রিয়াকেও ডাকা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য।
1011
পাশাপাশি শনিবার রাতেই গ্রেফতার হয়েছে দীপেশ। সুশান্তের অজান্তেই কি তাঁকে দেওয়া হত মাদক, তা নিয়েও চলছে জিজ্ঞাসাবাদ।
1111
শনিবার রাতেই মুখ খুলেছেন রিয়া চক্রবর্তীর বাবা। তাঁর কথায় ভেঙে গেল এক মধ্যবিত্ত পরিবার, ভারতকে শুভেচ্ছা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।