Published : Jun 08, 2021, 09:12 AM ISTUpdated : Jun 08, 2021, 09:13 AM IST
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই মাদক কেসে মোড় ঘুড়েছিল মৃত্যু রহস্য। একের পর এক জট খুলতেই সামনে এসেছিল মাদক কেস, সেখান থেকেই নাম উঠে আসে রিয়ার। এরপর দফায় দফায় চলে সাওয়াল জবাব পর্ব। সারাকে নিয়ে ঠিক কী বলেছিলেন রিয়া, প্রকাশ্যে এবার সেই তথ্য।