লিক রিয়ার চার্জশিট, সারা মাদক সঙ্গে রাখত, রিয়াকে অফারও করত, আর কী কী ফাঁস করেছিল রিয়া এনসিবি-তে

Published : Jun 08, 2021, 09:12 AM ISTUpdated : Jun 08, 2021, 09:13 AM IST

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই মাদক কেসে মোড় ঘুড়েছিল মৃত্যু রহস্য। একের পর এক জট খুলতেই সামনে এসেছিল মাদক কেস, সেখান থেকেই নাম উঠে আসে রিয়ার। এরপর দফায় দফায় চলে সাওয়াল জবাব পর্ব। সারাকে নিয়ে ঠিক কী বলেছিলেন রিয়া, প্রকাশ্যে এবার সেই তথ্য। 

PREV
18
লিক রিয়ার চার্জশিট, সারা মাদক সঙ্গে রাখত, রিয়াকে অফারও করত, আর কী কী ফাঁস করেছিল রিয়া এনসিবি-তে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঠিক এক বছরের মাথায়, আবারও ফিরছে সেই ভয়ানক স্মৃতি। 

28

ঝড়ের বেগে এবার পর এক নাম যখন মাদক কাণ্ডে জড়িয়েছিল, তখন সবার প্রথম নামটাই ছিল রিয়া চক্রবর্তী। 

 

38

টানা তিন দিন জেরা করার পর রিয়ার  মুখ থেকে বেরিয়েছিল ২৫ বলিউড অভিনেত্রীর নাম। যার মধ্যে ছিলেন সারা আলি খান। 

48

এরপরই সারাকে এনসিবি-তে হাজিরা দিতে ডেকে পাঠানো হয়। সেই ছবি সকলেই দেখেছে। তবে কী এমন বলেছিলেন রিয়া!

58

সেই চার্জ শিট এখন হাতে আসে এক প্রথম সারির সংবাদ মাধ্যমের। সেখান থেকেই উঠে আসে, রিয়ার কথায় সারা মাদক সঙ্গে রাখত।

68

মারিজুয়ানা রোল করে তিনি নিজেই দিয়েছিলেন রিয়াকে। পাশাপাশি মদ্যপানের প্রস্তাবও পেয়েছিলেন রিয়া।

78

রিয়া আরও জানান, তিনি সুশান্তের সঙ্গে সাক্ষাৎ করার আগে থেকেই সুশান্ত মাদক সেবন করত। যার ফলে ডাক পড়েছিল সারার। 

88

যদিও এই নিয়ে কখনই সেভাবে প্রকাশ্যে মুখ খোলেননি সারা আলি খান। তবে রিয়ার বয়ান সামনে আসতেই ভাইরাল হয়ে ওঠে কেদারনাথ জুটির চর্চা। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories