রিয়া চক্রবর্তীএকাধিক প্রশ্ন করা হয়েছে বিগত জেরায়। কখনও মিলেছে উত্তর। কখনও আবার প্রশ্নে মুখ বন্ধই রেখেছেন রিয়া চক্রবর্তী। যার ফলে একাধিক প্রশ্নের উত্তর নিয়ে এখন বিভ্রান্তিতে এনসিবি। ঠিক কীভাবে মাদক পাচার করতেন রিয়া, আদেও কী তিনি করতেন, না জড়িত রয়েছে বড় মাথা! একাধিক প্রশ্নের মুখে সোমবারও পড়তে চলেছেন রিয়া চক্রবর্তী।
রবিবার দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে রিয়া বেরিয়েছিলেন বেলা ১১ টায় ও পৌঁচ্ছেছিলেন এনসিবি-তে ১২টায়। রবিবারই রিয়াকে জানানো হয় সোমবার সময় মত হাজিরা দিতে।
39
সেই মতই নির্দিষ্ট সময়ের আগেই রিয়া চক্রবর্তী হাজির হলেন এনসিবির দফতরে। রবিবার ৬ ঘণ্টা জেরার মুখে পড়তে হয়েছিল তাঁকে।
49
সোমবার দীর্ঘক্ষণ করা হবে জেরা। কী কী প্রশ্নে নজর দিয়েছে এনসিবি- রিয়া চক্রবর্তী কি সুশান্তকে ড্রাগ দিতেন!
59
রিয়া চক্রবর্তী কি মাদক চক্রের সঙ্গে যুক্ত। কীভাবে ড্রাগের বিষয় জড়ালেন তিনি। কার কার থেকে ড্রাগ আনাতেন।
69
একাধিক ম্যাসেজ এখন তদন্তকারীদের হাতে। ড্রাগ নিয়ে কথা চলছে, কীভাবে এই চক্রে আসলেন রিয়া চক্রবর্তী।
79
সুশান্ত সিং রাজপুতকে কি তাঁর অজান্তেই ড্রাগ দেওয়া হত! সুশান্ত কবে থেকে এই নেশায় মধ্যে ঢুকেছিলেন! ভাইকেই বা কীভাবে চালাতেন রিয়া।
89
এই পাচারের কাজ থেকে অর্থ লাভ করতেন কি রিয়া, একাধিক আর্থিক লেনদেন নিয়ে করা হবে প্রশ্ন। কাকে কাকে দিয়েছেন এই ড্রাগ তিনি।
99
পাঁচ সদস্যের টিম সোমবার এনসিবি-তে চালাচ্ছেন জেরা। আজ হাতে প্রমাণ নিয়ে প্রশ্ন করা হচ্ছে রিয়া চক্রবর্তীকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।